সংবাদদাতা, লাউদোহাঃ- শনিবার দুর্গাপুর ফরিদপুর ব্লক এর মাদাইপুর কোলিয়ারি এলাকায় দিদিকে বল প্রচার অভিযান করলেন ব্লক সভাপতি তথা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি। মাধাইপুর মোড় থেকে বিশাল মিছিল করে এই অনুষ্ঠান শুরু হয়।এই মিছিলে প্রায় শ’খানেক তৃণমূলের কর্মী সমর্থক পা মেলান। মিছিলের অগ্রভাগে থেকে সুজিত বাবু স্থানীয়দের দিদিকে বল কার্ড প্রদান করেন এবং তাদের অভাব-অভিযোগের কথা সরাসরি দিদিকে জানাবার আহ্বান করেন। মিছিল শেষে রায়পুর গ্রামের লালু বাগদির ঘরে নিশিযাপন করবেনও তাদের অভাব-অভিযোগের কথা জানবেন সুজিত বাবু। তবে লক্ষণীয় বিষয় দিদিকে বল প্রচার অভিযানে প্রথম এনআরসি ও সি এ এর বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেল তৃণমূলের কর্মী সমর্থকদের। মিছিলের প্রায় প্রত্যেকের হাতেই ছিল এনআরসি বিরোধী স্লোগান এর পোস্টার। সুজিত বাবু জানান দিদিকে বল প্রচার এর সাথে সাথে সাধারণ মানুষকে এনআরসি সম্পর্কে অবহিত করার জন্যই অভিনব উদ্যোগ। এই মিছিলে সুজিত বাবু সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা কাঞ্চন দাস, গৌতম ঘোষ ও জেলা পরিষদের সদস্যা চুমকি মুখার্জি প্রমুখ।