সংবাদদাতা, পানাগড়:-
শুক্র বার পানাগড় বাজারের রাস্তা দু ধার দখল মুক্ত করতে রাস্তায় নেমে মাইকিং করে নির্দেশ দেওয়া হয় ব্যবসায়ীদের। চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয় তাদের রাস্তার দুই ধারে পরে থাকা সমস্ত লোহার যন্ত্রাংশ অন্যত্র সরিয়ে নেবার জন্য। সেই মতোই রাস্তার দুই ধারের ব্যবসায়ীরা রাস্তার দুই ধার পনেরো ফুটের উপর পড়ে থাকা সমস্ত লোহার যন্ত্রাংশ অন্যত্র সরিয়ে নেওয়া শুরু করে । রবিবার প্রায় রাস্তার দুই ধার অনেকটাই দখল মুক্ত হওয়ায় খুশি এলাকার মানুষ। এলাকার মানুষ বলেন প্রশাসন যে ভাবে উদ্যোগ নিয়ে পানাগড়ের দুই ধার দখল মুক্ত করেছে সেই ভাবেই যদি পানাগড় বাজারের স্টেশন রোড দখল মুক্ত করার উদ্যোগ নেয় তবে অনেকটাই সুরাহা মিলবে এলাকার মানুষ থেকে নিত্য যাত্রীদের। তাদের অভিযোগ পানাগড়ের স্টেশন রোডের দুই ধারের ব্যবসায়ীরা ক্রমশই তাদের দোকানের মাল পত্র রাস্তার উপরে নিয়ে এসেছে। তার উপর রাস্তা দখল করে থাকে সাইকেল মটর সাইকেল। এই অবস্থায় ওই রাস্তায় কোনো বাস বা লরি ঢুকে পড়লে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রী সকল কেই যানজটে আটকে থাকতে হয়। এমনকি ট্রেন ধরার জন্য নিত্য যাত্রীরাও আটকে পরে। কখনও কখনও যানজটের কারণে ট্রেনও ধরতে পারে না তারা। প্রশাসন উদ্যোগ নিলে যানজটের শিকার হতে হবে না আর কাউকে।