সঙ্গীতা চৌধুরী: – আগামী ৮ই মার্চ শিবরাত্রির দিন জন্ম তারিখ অনুযায়ী কোন কোন জিনিস শিব ঠাকুরকে অর্পণ করলে তা আপনার জন্য শুভফলদায়ক হবে, সেই বিষয়ে কথা বলছিলাম দক্ষিণেশ্বরের জ্যোতিষ শ্রী পঙ্কজ শাস্ত্রীর সাথে। পঙ্কজ শাস্ত্রী বলেন রাশি অনুযায়ী যেমন কতগুলো জিনিস আছে , যা শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করলে শুভ ফল পাওয়া যায়, ঠিক একইভাবে জন্ম তারিখ অনুযায়ী ও এমন কতগুলি জিনিস আছে যা শিব রাত্রির দিন দেবাদিদেব মহাদেব কে উৎসর্গ করলে আমাদের মনস্কামনা পূর্ণ হয়।
ইংরেজি মাসের জন্ম তারিখ অনুযায়ী যাদের জন্ম তারিখ ১,১১,১৯,২৮ – তাদের উচিত দেবাদিদেব মহাদেব কে গুড় অর্পণ করা। ২,১১,২০,২৯ জন্ম তারিখ হলে কাঁচা দুধ অর্পণ করা উচিত, যদি কারোর জন্ম তারিখ হয় ইংরেজি মাসের ৩,১২,২১,৩০ – তাদের উচিত কাঁচা ছোলা অর্পণ করা। ৪,১৩,২২,৩১ যাদের ইংরেজি মাসের জন্ম তারিখ তাদের উচিত শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবকে কালো চাঁদর দান করা, যাদের জন্ম তারিখ ৫,১৪,২৩-তাদের উচিত ঘি এবং কাঁচা আনাজ অর্পণ করা।
যাদের জন্ম তারিখ ৬,১৫,২৪-তাদের উচিত শিবরাত্রির দিন কাজুবাদাম ও মিছরি অর্পণ করা। যাদের জন্ম তারিখ ইংরেজি মাসের ৭,১৬,২৫ তাদের উচিত কালো তিল ও কালো ডাল অর্পণ করা। যাদের ইংরেজি মাসের ৮,১৭,২৬ তারিখ জন্ম তাদের উচিত সরষের তেল অর্পণ করা আর যাদের জন্ম তারিখ ইংরেজি মাসের ৯,১৮,২৭ তাদের এই দিন দেবাদিদের মহাদেব কে মসুর ডাল অর্পণ করা উচিত।