eaibanglai
Homeএই বাংলায়৩৫পেরিয়ে উচ্চ মাধ্যমিকে

৩৫পেরিয়ে উচ্চ মাধ্যমিকে

সংবাদদাতা,বাঁকুড়াঃ– বিবাহ, সন্তান, সংসার, এইটুকুতেই ক্ষান্ত থাকেননি ওঁরা পাঁচজন। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের মন্দিরা প্রামানিক,চিন্তামণি প্রামানিক,অঞ্জলি বাউরী ,বিথীকা মালগোপ এবং জ্যোৎস্না পালেরা। শুরু করে ফেলেছেন জীবনের আরও একটা ইনিংস। পড়াশুনা! ৩৫ ঊর্ধ্ব এই পাঁচ মহিলা দীর্ঘ সংসার জীবন পেরিয়ে আবারও শুরু করেছেন পড়ুশুনা। ওন্দা যুবসমাজের সহায়তায় রীতিমতো প্রস্তুতি নিয়ে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন এই মহিলারা।

এই পাঁচ মহিলার মধ্যে চারজন গৃহবধূ, এক জন হারিয়েছেন তাঁর স্বামীকে। সকলেই সাধারণ মধ্যবিত্ত পরিবারের। সংসারে একটু স্বচ্ছলতা আনতে সংসার সামলে কেউ করেন সেলাইয়ের কাজ, কেউ আবার ক্যাটারিংয়ের কাজ। জীবন প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও জীবন যুদ্ধের লড়াইয়ে ওঁরা কেউই হেরে যেতে রাজি নন। কিন্তু সংসারের চাপে পড়াশুনা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন একসময়। যদিও তথাকথিত শিক্ষা ও ডিগ্রি থেকে পিছিয়ে থাকতে চাননি ওঁরাও। এমন সময় ওঁদের পাশে দাঁড়ায় স্থানীয় স্বেচ্ছা সেবী সংগঠন ওন্দা যুব সমাজ। নতুন করে পড়াশুনা শুরু করে পরীক্ষা দিয়ে ডিগ্রি নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। আর এই সুযোগ হাতছাড়া করতে চাননি মন্দিরা চিন্তামণি অঞ্জলি বিথীকারা। স্বামী, সন্তান, সংসার, জীবিকা সামলে তাই সকলে মিলে কোমর বেঁধে নেমে পড়েন উচ্চ মাধ্যমিকের প্রস্তুতিতে।

অনটনের সংসারে মেয়ে বড় হলেই বিয়ে দিয়ে কিছুটা হলেও দায় মুক্ত হওয়ার চেষ্টা, এ তো আমাদের সমাজে নতুন ঘটনা নয়। সেই ভাবেই কৈশর পেরিয়েই বিয়ে হয়ে যায় বিথীকাদের। মাধ্যমিক পরীক্ষার পরই সংসার জীবনে ঢুকে পড়েন ওঁরা। মন্দিরা চিন্তামণিরা জানান ইচ্ছে থাকলেও সংসার সন্তান সামলে তখন আর পড়াশুনা চালিয়ে যাওয়া যায়নি। কিন্তু পড়াশুনার ইচ্ছেটা কোথাও থেকে গিয়েছিল।

এঁদের মধ্যে মন্দিরা প্রামাণিকের ছেলে আয়ুষ প্রামানিক আবার একাদশ শ্রেণির ছাত্র। মা, ছেলে দুজনে মিলেই করছেন পড়াশুনা। মন্দিরা জানান ছেলের সঙ্গে পড়াশুনা করতে ভালোই লাগছে।

যে কোনো ভালো কাজ শুরু করতে হলে বয়স যে কোনো প্রতিবন্ধকতা নয়, সেটাই প্রমাণ করলেন বাঁকুড়ার গ্রামের সাধারণ হয়েও অসাধারণ এই মহিলারা। তাঁদের এই উদ্যম আগামী দিনে বহু নিরাশ মহিলাকে জীবনে নতুন করে ঘুরে দাঁড়াতে অনুপ্রেরণা যোগাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments