শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- মাটির সরায় পেইন্টিং বাড়ির দেওয়ালে সাজিয়ে রাখেন অনেকে। সৃজনশীল মানুষেরা সংগ্ৰহে রাখেন বিভিন্ন শিল্পীর পেইন্টিং। তবে মাটির সরার উপর পেইন্টিং যেমন কঠিন কাজ তেমনি খুব সুন্দর ভাবে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা যায় রঙিন জীবন্ত ছবি। সামন্তভুম ছাতনায় আয়োজিত হয়ে গেল একদিনের সরা পেইন্টিং ওয়ার্কশপ। ৫০ জন খুদে চিত্রশিল্পীদের নিয়ে এই ওয়ার্কশপ আয়োজিত হয়। তুলির আঁচড়ে মাটির সরার উপর ফুটে উঠলো জগন্নাথ দেবের ছবি, আবার কোনটাতে বা সুনিপুণ নকশার কাজ। কচিকাঁচাদের হাতে মাটির সরার উপর নিখুঁত সব শিল্পকর্ম দেখে অবাক হবেন আপনিও। এই ওয়ার্কশপ এর আয়োজন করেছিল রংবাহার আর্ট গ্যালারি। আয়োজক চিত্রশিল্পী দিব্যেন্দু কর্মকারের কথায়, মাটির সরার উপর পেইন্টিংয়ের যে ঐতিহ্য তা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বাচ্চাদের মধ্যে এই ব্যাপারটা যদি ভালোভাবে ছড়িয়ে দেওয়া যায় তা ই একটা ছোট্ট প্রচেষ্টা বলে জানান তিনি।