eaibanglai
Homeএই বাংলায়বিষ্ণুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নবনির্মিত বিল্ডিংয়ের একাংশ

বিষ্ণুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নবনির্মিত বিল্ডিংয়ের একাংশ

সংবাদদাতা, বাঁকুড়াঃ- স্কুলে নতুন বিল্ডিং এর কাজ চলছিল সেই সময় হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিল্ডিং এর একাংশ । তবে স্কুল বন্ধ থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার দ্বারিকা পঞ্চায়েতের অবন্তিকা গ্রামের মানিক লাল সিংহ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে ( উচ্চমাধ্যমিক )। স্থানীয় সূত্রে জানতে পারা যায় স্কুলের দোতালায় নতুন বিল্ডিং এর কাজ হচ্ছিল তখন ৪০ ফুট লম্বা দেওয়ালের উপর রিংটোন ঢালাই সমেত দেওয়াল টি পড়ে যায় । যেখানে চারটি রুম তৈরি হওয়ার কথা ছিল। তবে কাজ চলাকালীন এভাবে নবনির্মিত বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ায় উঠছে স্কুল কর্তৃপক্ষের নজরদারী নিয়ে প্রশ্ন। তবে কি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ চলছিল সে কারণেই কি বিল্ডিং এর একাংশ ভেঙে পড়লো উঠছে প্রশ্ন। এক স্থানীয় বাসিন্দা বলেন, স্কুল চলাকালীন দুর্ঘটনা ঘটলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তিনি বলেন একদম সিমেন্ট বালি নেই বালির ভাগই সবথেকে বেশি। যার কারণেই বিল্ডিং ভেঙে পড়েছে। কন্টাকটার এবং স্কুল কর্তৃপক্ষ দু’জনকেই দায়ী করেন তিনি। বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবনাথ বাউরী বলেন, আমরা খোঁজ নিয়েছি সত্যিই ওটা নিম্নমানের কাজ হয়েছে। তিনি বলেন সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচি। ইঞ্জিনিয়ারের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন। স্কুলের প্রধান শিক্ষক বাসুদেব বরাট অবশ্য নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল তা অস্বীকার করে। তিনি বলেন রড সিমেন্ট বালি সব ঠিকই ছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments