সংবাদদাতা, বাঁকুড়াঃ- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়েছেন বাদ যায়নি ব্যবসায়ীরাও। এবার সেই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে আরও এক উন্নত পদক্ষেপ নিল রাজ্য সরকার। বর্তমান সরকারের সহযোগিতায় এবং বাঁকুড়া পৌরসভার উদ্যোগে বাঁকুড়া পৌরসভার অধীনে বসবাসকারী ব্যবসায়ীদের জন্য সুখবর। এবার থেকে অনলাইনে ট্রেড লাইসেন্স আবেদন করতে পারবেন বাঁকুড়া পৌরসভার অধীনে বসবাসকারী ব্যবসায়ীরা। আগামী সোমবার থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত অফ লাইনে লাইসেন্স পাওয়ার জন্য পৌরসভায় এসে অনেক সময় হয়রানির শিকার হতে হতো সাধারণ মানুষদের, কিন্তু বর্তমানে অনলাইনে ট্রেড লাইসেন্স আবেদন প্রক্রিয়া শুরু হাওয়াতে উপকৃত হবেন আমজনতা। পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ আগারওয়াল বলেন, আমরা বাঁকুড়া পৌর এলাকার ব্যবসায়ীদের সুবিধার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে ছিল অনলাইনের মধ্য দিয়ে যাতে মানুষকে সুযোগ-সুবিধা দিতে পারে তারই অংশ হিসেবে সোমবার থেকে ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে অনলাইন শুরু করতে যাচ্ছি এবং প্রথম ধাপে আমরা শুধুমাত্র যে সমস্ত ব্যবসায়ীরা নতুন ট্রেড লাইসেন্সের জন্য এপ্লাই করবেন তারা অনলাইনে এপ্লাই করতে পারবেন। তবে পৌরসভা নির্বাচনের সঙ্গে এটার কোনো যোগ নেই বলেই জানান তিনি । তিনি বলেন এটা একটা দীর্ঘ দিনের কর্মসূচি ছিল এর ফলে উপকৃত হবেন বাঁকুড়া পৌর এলাকায় বসবাসকারী ব্যবসায়ীরা।