eaibanglai
Homeএই বাংলায়অবৈধ জলের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান

অবৈধ জলের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– অবৈধ জলের সংযোগ বিচ্ছিন্ন করতে তৎপর পিএইচই দপ্তর। চলল অভিযান। ঘটনা আসানসোলের জামুড়িয়া ব্লকের।

প্রসঙ্গত জল সরবরাহের পাইপ লাইন থেকে অবৈধভাবে সংযোগ ঘটিয়ে এলাকায় একের পর এক হোটেল কারখানা সহ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান কারবার করায় এলাকার একাধিক গ্রামীণ ও বস্তি এলাকায় তীব্র জল সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ। যার জেরে দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। বিষয়টি গোচরে আসতেই নড়চড়ে বসে পিএইচই দপ্তর এবং পর পর দুদিন অবৈধ জলের সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হয়।

গত বৃহস্পতিবার পাঞ্জাবি মোড় থেকে কেন্দা হরিপুর পর্যন্ত প্রায় কুড়িটিরও বেশি হোটেল ও অন্যান্য প্রতিষ্ঠানকে অবৈধ জল সংযোগ বিছিন্ন করতে নির্দেশ দেয় পিএইচই কর্তৃপক্ষ। এবং শুক্রবার অভিযান চালিয়ে ওই এলাকায় অবৈধ জলসংযোগ বিছিন্ন করা হয়। পাশাপাশি এদিনের অভিযানে জানা যায় শুধু ছোটখাটো গ্যারেজ, দোকান বা হোটেল নয়, এলাকায় বড় বড় হোটেলেও অবৈধভাবে পিএইচই দপ্তরের জল সংযোগ নেওয়া হয়েছে। ওই সকল হোটেলগুলিতে শুক্রবারই নোটিশ জারি করে অবিলম্বে তাদের জল সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয় এবং কঠোর আইনি মূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।

জানা গেছে জামুরিয়া ব্লকের বেশ কয়েকটি বড় কলকারখানাতেও অবৈধভাবে জলের সংযোগ নেওয়া হয়েছে। কিন্তু কিভাবে তা সম্ভব হল ও কারাই বা তাদের এই অবৈধ জলের সংযোগ দিতে সাহায্য করেছে সে সকল বিষয়গুলিও খতিয়ে দেখছেন পিএইচই কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments