নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বর:-
স্থানীয় মানুষজনদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে ভর্ত্সনা করার পাশাপাশি আগামী তিন মাস পঞ্চায়েত অফিসে ঢুকতে না দেওয়ার নির্দেশ দিলেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি । পাণ্ডবেশ্বর ব্লকের ছোড়া পঞ্চায়েতের অভিযুক্ত সদস্যের নাম রবীন্দ্র যাদব । ছোড়া ৭ / ৯ নম্বর কোলিয়ারির পুজো মণ্ডপের সামনে দশমীর দিন ওই অভিযুক্ত পঞ্চায়েত সদস্য স্থানীয় মানুষজন ও দর্শনার্থীদের সাথে দুর্ব্যবহার ও মারধর করেন বলে অভিযোগ।
পুজো কমিটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয় এলাকার বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি কে। আজ বুধবার বিকেলে হরিপুরে একটি দলীয় সভায় যোগ দিতে আসেন জিতেন্দ্রবাবু তারপর তিনি কোলিয়ারি পুজো মণ্ডপে যান। সেখানেই তিনি পুজো কমিটির সদস্য ও স্থানীয় মানুষজনের সামনে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে প্রকাশ্যে ভর্ সনা করেন এবং স্থানীয় বাসিন্দাদের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দেন। অভিযুক্ত রবীন্দ্রবাবু বিধায়কের নির্দেশ মতো প্রকাশ্যে ক্ষমাও চান। এরপর রবীন্দ্রবাবুকে আগামী তিন মাস দলীয় কর্মসূচিতে অংশ না নেওয়া এবং পঞ্চায়েতে না ঢুকতে ফরমান জারি করেন। পাশাপাশি তিনি বলেন সমস্ত জনপ্রতিনিধি ও দলের নেতাদের সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক আর ভাল ব্যবহার করতে হবে যারা এই নির্দেশ মানবে না তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে বলে জানান তিনি। বিধায়কের এই ভূমিকায় খুশি স্থানীয় পুজো কমিটির কর্মকর্তা থেকে সাধারণ মানুষ জন।