eaibanglai
Homeএই বাংলায়সংসারের জ্বালা নিবারণ হবে কীসে?

সংসারের জ্বালা নিবারণ হবে কীসে?

সঙ্গীতা চৌধুরীঃ- এই সংসার জ্বালাময়। সংসারে থেকে কে কবে সুখ পেয়েছেন? আসলেই সংসারের প্রতিটি ক্ষেত্রে যন্ত্রণা রয়েছে , কারণ? যাতে আমরা উপলব্ধি করতে পারি একমাত্র ভগবান ছাড়া আর কোথাও শান্তি নেই আর সংসারে যন্ত্রণা না পেলে আমরা ভগবানের দিকে চোখ তুলে তাকায় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন,“যতক্ষণ ছেলে চুষি নিয়ে খেলা করে, চুষি নিয়েই ভুলে থাকে, ততক্ষণ মা একাজ সেকাজ করে বেড়ান। কিন্তু যখনই ছেলে চুষি ছুঁড়ে ফেলে দিয়ে মা, মা বলে কাঁদতে আরম্ভ করে তখনই মা হাতের কাজ ফেলে রেখে দুড়্ দুড়্ করে ছুটে এসে ছেলে কোলে নেন।”

অর্থাৎ আমরা যতক্ষণ এই সংসার চুষি নিয়ে ভুলে থাকব ততক্ষণ আর তাঁর দর্শন পাব না আর তাঁর দর্শনকে সত্য বলে উপলব্ধি করবার জন্যই ভগবান আমাদের সংসারের মধ্যে এত যন্ত্রণা দেন। কিছু মানুষ এই যন্ত্রনা পেয়ে উপলব্ধি করেন, উপরে কেউ একজন আছেন, মাথা তুলে দেখার চেষ্টা করেন আর কিছু মানুষ যন্ত্রণা পেয়েও সংসারের মধ্যে মুখ গুঁজে পড়ে থাকেন- আসলে পরিস্থিতি আমাদেরকে সব সময় দুটো রাস্তা দেখায় কিন্তু কোন রাস্তা দিয়ে আমরা চলব সেটা নির্ভর করে আমাদের ইচ্ছার ওপর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments