এই বাংলায় ওয়েব ডেস্কঃ- হোলি খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে পাকিস্তানে গাড়ির চালকের হাতে খুন হলেন নামকরা হিন্দু চিকিৎসক। মৃত চিকিৎসকের নাম ধর্মদেব রাঠি। পাকিস্তানের দ্য নেশন সংবাদপত্র অনুযায়ী, ধর্মদেব রাঠি নামে ওই চিকিৎসক হায়দ্রাবাদ প্রদেশের অত্যন্ত নামী এবং জনপ্রিয় একজন চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন।
চিকিৎসকের বাড়ির রাধুনি জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় হোলিতে রং খেলা নিয়ে ওই চিকিৎসকের সঙ্গে তাঁর গাড়ি চালক হানিফ লেধারির কথা কাটাকাটি হয়। চিকিৎসক হোলি খেলায় তাঁর উপরে ক্ষুব্ধ ছিল চালক হানিফ। এরপর বাড়ি পৌঁছে রান্নাঘর থেকে ছুরি নিয়ে ওই চিকিৎসকের উপর চড়াও হয় সে এবং গলা কেটে খুন করে। এরপর চিকিৎসকের গাড়ি নিয়েই পালিয়ে যায় অভিযুক্ত চালক। যদিও তার পরদিনই তাকে গ্রেফতার করে পুলিশ।
পাকিস্তান সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী জ্ঞানচাঁদ ইসরানি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ও রিপোর্ট তলব করেছেন। পাশাপাশি নিহত চিকিৎসকের পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন। পাকিস্তানের শাসক দল পাকিস্তান পিপলস পার্টির পক্ষ থেকেও ঘটনার নিন্দা করা হয়েছে।
যদিও পাকিস্তানে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই সেদেশে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ ওঠে। এছাড়াও এবছর রঙ খেলায় আক্রান্ত হয় সে দেশের রঙের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হিন্দু ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা হোলি খেলায় মাতলেও রঙ খেলার বিষয়টি মেনে নেয়নি ইসলামপন্থী ছাত্র সংগঠন। জোর করে রং খেলা বন্ধ করে দেয় তারা। তাতে প্রতিবাদ করায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় ও ১৫ জন পড়ুয়া আহত হয় বলে জানা গেছে।