eaibanglai
Homeএই বাংলায়"খুদেদের পাড়ায় খুদেদের সমাধান" এক অভিনব উদ্যোগ

“খুদেদের পাড়ায় খুদেদের সমাধান” এক অভিনব উদ্যোগ

সংবাদদাতা,আসানসোলঃ- পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠিত হলো “খুদেদের পাড়ায় খুদেদের সমাধান” কর্মসূচি। যেখানে খুনসুটির মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা শুনলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক পোন্নামবলাম এস।

বিধায়ককে কাছে পেয়ে খুদেরা মন খুলে তাদের সমস্যার কথা জানায়। শৌচালয়ের সমস্যা কথা জানতে পেরে বিধায়ক তড়িঘড়ি শৌচালয় ও স্কুলের আধুনিকরণের ব্যবস্থার আশ্বাস দেন। তার জন্য বিধায়ক নিজের ফান্ড থেকে ১ লক্ষ টাকা দেওয়ার কথা জানান। এছাড়া এদিন স্কুলের পড়ুয়াদের মধ্যে ফুটবল,খেলার সামগ্রী, অংকন সামগ্রী সহ বিভিন্ন সরঞ্জাম প্রদান সহ বৃক্ষরোপন করেন তিনি।

এদিনের কর্মসূচি নিয়ে বিধায়ক বলেন, “আমি আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচিতে এসেছিলাম। কিন্তু এখানে দেখলাম “খুদের পাড়ায় খুদেদের সমাধান”। বাচ্চাদেরও বিভিন্ন সমস্যার কথা থাকে তারা হয়তো বলতে পারেন না, আজ তাদের কথা শুনে নিজেকে ধন্য মনে করছি। ছোটদের সঙ্গে সময় কাটাতে কাটাতে নিজের ছোটবেলায় আবার ফিরে গেলাম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments