eaibanglai
Homeএই বাংলায়বিশ্ব রক্তদাতা দিবসে বেসরকারি সার কারখানার উদ্যোগে রক্তদান শিবির

বিশ্ব রক্তদাতা দিবসে বেসরকারি সার কারখানার উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। গোটা বিশ্বের রক্তদাতাদের কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ দিনটি বিশ্বব্যাপী পালন করা হয়। রক্তদানের মাধ্যমে বাঁচানো যেতে পারে প্রাণ, গড়ে তোলা সম্ভব ভালোবাসার বন্ধন। সেই বার্তা মনে করাতেও প্রতি বছর রক্তদাতা দিবস পালন করা হয় সারা বিশ্বজুড়ে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের বহু সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসেন রক্তদানের মহৎ ব্রত নিয়ে। তাদেরকে একত্রে কাজ করার বার্তাও দেওয়া হয় এই বিশেষ দিনটিতে।

সারা বিশ্ব তথা দেশের পাশাপাশি পশ্চিম বর্ধমানের পানাগড়ের ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল লিমিটেড এদিন একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছিল তাদের মেডিক্যাল সেন্টারে। ২জন মহিলা সহ মোট ৫১জন রক্তদাতা রক্তদান করেন এদিনের শিবিরে। রক্তদান করেন সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শুভালোক সরকার সহ অন্যান্য আধিকারিকরাও। শিবের উপস্থিত হয়েছিলেন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস, যুগ্ম সম্পাদক এস এস যাদব, অঙ্কন দত্ত, উপদেষ্টা মন্ডলীর সদস্য পার্থ সারথী দাসগুপ্ত ও কাউন্সিল সদস্য অমিত ঘোষ, মিতা গাঙ্গুলি ও মনি চৌধুরী। বাঁকুড়া সম্মিলনি মেডিক্যাল কলেজ হসপিটাল ব্লাড সেন্টার এদিনের শিবির থেকে রক্ত সংগ্রহ করে। শিবির পরিচলনায় সাহায্য করেন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সদস্যরা।

মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস করতে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত বলে জানান সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শুভালোক সরকার। অন্যদিকে কাউন্সিলের পক্ষ থেকে সরকারি ব্লাড সেন্টার গুলিতে রক্তের চাহিদা মেটাতে ও আগামীদিনে রাজ্যের রক্তদান আন্দোলনকে মজবুত করতে সমস্ত উৎপাদনকারী সংগঠনকে বছরে অন্তত দুটি করে রক্তদান শিবির আয়োজন করার জন্য আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments