eaibanglai
Homeদক্ষিণ বাংলাপরীক্ষায় বসতে না দেওয়ায় পানাগড়ের রাজবাধে ছাত্র বিক্ষোভ

পরীক্ষায় বসতে না দেওয়ায় পানাগড়ের রাজবাধে ছাত্র বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, পানাগড়ঃ কেন্দ্র সরকারের ইলেকট্রনিক কর্পোরেশনের চাকরির পরীক্ষায় বসতে পারলো না এক হাজারেরও বেশি পরিক্ষার্থী। শনিবার দুর্গাপুরের রাজবাধ এলাকায় একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরির পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীরা দেখে শুধুমাত্র ওই কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হচ্ছে বাকি বাইরের ছাত্রদের পরীক্ষা নেওয়া হবে না বলে গেটের বাইরে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এরপরেই কলেজ চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ ওই বেসরকারি কলেজ কর্তৃপক্ষ নিজেদের ক্যাম্পাসের ছাত্র ছাত্রীদের চাকরি পাইয়ে দেবার সুবিধা করে তাদের পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছে, সেই কারণে বাইরের কোনও পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হয় নি। জানা গেছে এরাজ্যের পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু ছাত্রছাত্রী শনিবার পরীক্ষা দিতে এসে পরীক্ষায় বসতে পারেনি। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি, তাদের কাছে আগে থেকে প্রস্তুতি ছিলো না, ছাত্র ছাত্রী বেশি হয়ে যাওয়ায় বাইরের ছাত্রদের বসানো সম্ভব হয় নি। কলেজে বিক্ষোভের খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরে বিক্ষোভকারীদের কথা মেনে কয়েক দফায় পরীক্ষা নেবার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ । যদিও পুনরায় পরীক্ষার ব্যাপারে কোনো লিখিত প্রতিশ্রুতি পাওয়া যায় নি বলে অভিযোগ বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments