eaibanglai
Homeএই বাংলায়পড়ুয়াদের কম্পিউটারে প্রশিক্ষিত করে তোলার উদ্যোগ পানাগড়ের বেসরকারি সংস্থার

পড়ুয়াদের কম্পিউটারে প্রশিক্ষিত করে তোলার উদ্যোগ পানাগড়ের বেসরকারি সংস্থার

নিজস্ব সংবাদদাতা,পানাগড়ঃ– পানাগড়ে স্থিত গ্লোবাস স্পিরিটস লিমিটেড সংস্থা তার সিএসআর প্রকল্পের মাধ্যমে ইনশক্তি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় স্কুল পড়ুয়াদের কম্পিউটার শিক্ষায় দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছে। সেই সিএসআর প্রকল্পের অঙ্গ হিসেবে পূর্ব বর্ধমান জেলার কোটা গ্রামে অবস্থিত কোটা চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ে একটি কম্পিউটর ল্যাব তৈরি করে পড়ুয়াদের কম্পিউটারে প্রশিক্ষিত করে তোলার কাজ শুরু করে সংস্থা। সেই মতো ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের সম্পূর্ণ বিনামূল্যে একটি তিন মাসের মৌলিক কম্পিউটার কোর্স করানো হয়। বিদ্যালয়ে মোট ২৫০ জন শিক্ষার্থীকে কম্পিউটারের এই দক্ষতা প্রদানকরী কোর্স করানো হয়।

সেই কোর্স সম্পূর্ণ হওয়ায় শনিবার একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পড়ুয়াদের হাতে সংশ্লিষ্ট সংশাপত্র তুলে দেওয়া হল। এদিন কোর্স সমাপ্তির সার্টিফিকেট বিতরণ করা হয় এবং সেরা পারফরমারদের পুরস্কৃত করা হয়। মিঃ জে বি পল (ডিজিএম গ্লোবাস স্পিরিটস লিমিটেড) শিক্ষার্থীদের হাতে সংশাপত্র তুলে দেওয়ার পাশাপাশি ভবিষ্য়তে ক্যারিয়ার গড়ে তোলার নানা পরামর্শ দিয়ে ছাত্র ছাত্রীদের অনুপ্রানিতও করেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীরা গান পরিবেশন করে অনুষ্ঠানটি মনোজ্ঞ করে তোলেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটা সরকারি স্কুলের ইনচার্জ শ্রী তপন, সহকারী ইনচার্জ শ্রী চিন্ময়, দীপক মালহোত্রা (পরিচালক,ইনশক্তি ফাউন্ডেশন), শুভজিৎ গুহ (প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ইনশক্তি ফাউন্ডেশন)। গ্লোবাস স্পিরিটস লিমিটেডর সিএসআর প্রকল্পের পৃষ্ঠপোষকতায় সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments