সংবাদদাতা, পানাগড়ঃ- এদিন পানাগড়ের লরি মালিকরা সভায় যোগ দেন। সংগঠনের সেক্রেটারি হিরণময় বন্দ্যোপাধ্যায় বলেন রাস্তায় লরি চালাতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে লরি চালক দের। আর তার জেরেই প্রতিনিয়ত লোকসানে ভুগছেন লরির মালিকরা। তারওপর তেলের দাম বৃদ্ধি ইন্স্যুরেন্সের খরচ ভাড়া বৃদ্ধি তার সাথে রয়েছে ফাস্ট ট্যাগ পরিষেবার, গাড়ি মেরামতের খরচ, সব কিছুর মূল্য বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে লরির মালিকরা ওভারলোডিং নেওয়ার পথ অবলম্বন করছে, আর এর ফলেই একদিকে যেমন রাস্তা নষ্ট হচ্ছে অপরদিকে দুর্ঘটনা আশঙ্কা বেড়ে যায়। তার সাথে তো রয়েছে আইনি ঝামেলা। এত কিছুর পরেও লরি চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে লরি মালিকদের। ক্রমশই ধ্বংসের পথে যাচ্ছে এই ব্যবসা বলে জানান হিরণময় বাবু। তিনি আরো বলেন এদিন ১৪ জনের কমিটি সাথে কিছু সংযোজন ও কিছু বিভাজন করে আজ ছাত্রদলের কমিটি তৈরি করা হয়েছে। আগামী দিনে এই কমিটি পানাগর লরি মালিকদের ভালো মন্দর হিসাব করবেন তারা।