নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ইভটিজারদের দাপটে প্রাণ খোয়াতে হল তরুণীকে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পানাগড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে। ইভটিজারদের তাড়া খেয়ে গাড়ি উল্টে মৃত্য হয় তরুণীর। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুজন। হাড় হিম করা এই ঘটনা সামনে আসতেই আলোড়ন তৈরি হয়েছে জনমানসে। প্রশ্ন উঠেছে রাতের জাতীয় সড়কে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে।
জানা যাচ্ছে হুগলির চন্দননগরের বাসিন্দা ওই তরুণী একটি ইভেন্ট ম্যানেজম্যান্ট সংস্থার কর্মী ছিলেন। কোনো কাজে চালক সহ পাঁচজন মিলে বিহারের গয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাড়ির চালক রাজদূত শর্মা জানান গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ বুদবুদ এলাকায় জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলেন গাড়িতে তেল ভরার জন্য। সেই সময় একটি গাড়িতে করে জনা পাঁচেক মদ্যপ যুবক ওই তরুণীকে উদ্দেশ্য করে কটুক্তি করতে থাকে। শুধু কটুক্তি করেই ক্ষান্ত থাকেনি ওই যুবকেরা, সমানে গাড়ির গতিবেগ বাড়িয়ে ধাওয়া করতে থাকে তরুণীকে। বার দুয়েক গাড়িতে ধাক্কাও মারে। পানাগড় পর্যন্ত ধাওয়া করার পর পানাগড় বাজারের রাইসমিল রোডের মুখে তরুণীর গাড়ি আটকাতে গেলে চালক ভয়ে দ্রুত গাড়িটি রাইসমিল রোডে ঢোকাতে গেলে গাড়িটি রাস্তার ধারে থাকা দোকান ও শৌচালয়ে ধাক্কা মেরে উল্টে যায়। পরে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে গাড়ি থেকে সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বছর সাতাশের ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনায় চালক সহ গাড়িতে থাকা আরও দুজন জখম হয়েছেন। কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
অন্যদিরে তরুণীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় ভয়ে ওই যুবকেরা ঘটনাস্থলে গাড়ি ফেলে রেখে চম্পট দেয়। পুলিশ ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।





