eaibanglai
Homeএই বাংলায়'ইভটিজিং' নয়, রেষারেষির জেরে দুর্ঘটনা, পানাগড় কাণ্ডে দাবি পুলিশের

‘ইভটিজিং’ নয়, রেষারেষির জেরে দুর্ঘটনা, পানাগড় কাণ্ডে দাবি পুলিশের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ‘ইভটিজিং’ নয়, রেষারেষির জেরে দুর্ঘটনা এবং মৃত্যু। পানাগড় কাণ্ডে এমনই দাবি করেছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার (সিপি) সুনীল চৌধুরি। যদিও মৃত তরুণীর মা ‘ইভটিজিং’-এর জেরেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন।

সোমবার রাতে পুলিশ কমিশনার (সিপি) সুনীল চৌধুরি এক সাংবাদিক বৈঠক করে দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি করেন তরুণীর গাড়ি অন্য গাড়িটিকে ধাওয়া করছিল, এবং দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। যার জেরে গাড়ির মধ্যে থাকা তরুণীর মৃত্যু হয়।

পুলিশ কমিশনার আরও জানান যে তরুণীর গাড়ি রাস্তায় তেল ভরে পানাগড়েরের দিকে যাওয়ার সময় অন্য গাড়িটি তরুণীর গাড়িটিকে ওভারটেক করে। সেই সময় তরুণীর গাড়ির সংঙ্গে ওই গাড়ির সামান্য সংঘর্ষ হয়। এরপরই ওই গাড়িটিকে প্রচন্ড গতিতে ধাওয়া করতে থাকে তরুণীর গাড়ি, এমনকি জাতীয় সড়ক ছেড়ে সংলগ্ন রাস্তায় ঢুকে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। গয়ায় যাওয়ার জন্য জাতীয় সড়ক ছেড়ে সংলগ্ন রাস্তায় কেন তরুণীর গাড়ি ঢুকলো তা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ। এমনকি ঘটনায় ‘ইভটিজিং’-এর অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।

অন্যদিকে মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী চট্টোপাধ্যায় অবশ্য দাবি করেছেন ‘ইভটিজিং’ এর বলি হয়েছেন তাঁর মেয়ে। তিনি দাবি করেন, যে চালক গাড়ি চালাচ্ছিল সে বহুদিন ধরে তাঁদের গাড়ি চালাচ্ছেন। তাকে ও সুতন্দ্রাকে নিয়ে বহু জায়গায় গেছে। সে রেষারেষি করার ছেলে নয় বলে দাবি করেছেন তনুশ্রী দেবী। তবে ‘ইভটিজিং’ এর অভিযোগ দায়ের না হওয়ার বিষয়ে তনুশ্রীদেবী জানান যে ছেলেটি অভিযোগ করেছে তার সঙ্গে কথা হয়নি। তাকে ও চালককে পুলিশ গতকাল আটক করে রেখেছিল। তার সঙ্গে কথা হলেই বিষয়টি নিয়ে বলতে পারবেন।

প্রসঙ্গত রবিবার রাতে গাড়ি নিয়ে চন্দননগরের বাড়ি থেকে গয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট কাজের সঙ্গে যুক্ত সুতন্দ্রা চট্টোপাধ্যায় (২৬)। অভিযোগ ওঠে, মধ্যরাতে পানাগড়ের উপর দিয়ে যাওয়ার সময় জাতীয় সড়কের পাশে কাঁকসা থানা এলাকার একটি রাস্তায় কয়েক জন মত্ত যুবক গাড়ি নিয়ে তরুণীর গাড়ি ধাওয়া করে ও কটুক্তি করতে থাকে। এমনকি তরুণীর গাড়িতে বার বার ধাক্কা দেন তারা। তাদের হাত থেকে বাঁচতেই দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে উল্টে যায় তরুণীর গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুতন্দ্রার। দুর্ঘটনায় জখম হন তরুণীর সঙ্গে গাড়িতে থাকা আরও দুজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments