সন্তোষ কুমার মণ্ডল, কাঁকসাঃ- পানাগড়ের পাথর ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় মুক্তিপণের টাকা উদ্ধারের তদন্তে নেমে সোমবার মূল চক্রী সঞ্জীব বিশ্বাসকে তার কাঁকসার বাড়িতে নিয়ে গিয়ে তল্লাশি চালাল বুদবুদ থানার পুলিশ।
অপহরণকাণ্ডের তদন্তে নেমে পুলিশ জানতে পারে ধৃতদের মধ্যে সঞ্জীব বিশ্বাস অপহরণকাণ্ডের মূল চক্রী। মুক্তিপণের ৬ লক্ষ টাকার মধ্যে আড়াই লক্ষ টাকা সেই নিয়েছিল। সেই টাকা উদ্ধার করতে সোমবার দুপুরে ধৃত সঞ্জীব বিশ্বাসকে সঙ্গে নিয়ে প্রথমে রাজবাঁধের একটি বেসরকারি কলেজে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। প্রসঙ্গত ধৃতদের মধ্যো একজন এই কলেজের এমটেকের ছাত্র বলে জানা গেছে। এর পর ধৃতকে নিয়ে যাওয়া হয় তার কাঁকসার বাড়িতে এবং সেখানেও তল্লাশি চালানো হয়।
প্রসঙ্গত ১০ জানুয়ারি ৯ নম্বর জাতীয় সড়ক বা পানাগড় বাইপাস সংলগ্ন এলাকা থেকে কাঁকসার বিরুডিহার বাসিন্দা তথা পানাগড়ের ব্যবসায়ী জয়ন্ত গড়াইকে অপহরণ করে একদল দুষ্কৃতী। তাকে বুদবুদ থানার সোয়াই মোড়ের কাছে একটি হোটেলে আটকে রেখে পরিবারের কাছে ৫০ লক্ষ টাকা মুক্তি পণ দাবি করে অপহরণকারীরা। যদিও ৬ লক্ষ দিয়ে ছাড়া পান ওই ব্যবসায়ী এবং গত ১৩ তারিখ বুদবুদ থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গত ২৬ তারিখ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, ধারালো অস্ত্র। বাজেয়াপ্ত করা হয় ১ লক্ষ ১২ হাজার টাকা, গাড়ি ও বাইক।
মুক্তিপণের টাকা উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।