নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ঘুমন্ত অবস্থায় ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী। রেল পুলিশের তৎপরতায় বাঁচল প্রাণ। ঘটনা পানাগড় স্টেশন সংলগ্ন এলাকার।
জানা গেছে হাওড়ার বাসিন্দা মো: আরমান এদিন ভোরে বর্ধমানগামী লোকাল ট্রেনে যাত্রা করছিলেন। তিনি ট্রেনের দরজার ধার ঘেষে বসেছিলেন। ট্রেন চলতে চলতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। সেই সময় অসাবধানতাবশত তিনি ট্রেন থেকে পড়ে যান। পানাগড় স্টেশনের কাছেই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দেরি না করে দ্রুত ঘটনা স্থলে ছুটে যান পানাগড় রেল পুলিশের আধিকারিক ও রেলের কর্মীরা এবং আহত যাত্রীকে উদ্ধার করে পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। ওই যাত্রীর সারা শরীরে আঘাতের পাশাপাশি মাথাতেও চোট পান। চিকিৎসকরা জানান সময়মতো উদ্ধার হওয়ার জন্যই বেঁচে গেছেন ওই যাত্রী।
তাঁর প্রাণ বাঁচানের জন্য চোখে জল নিয়ে রেল পুলিশকে কৃতজ্ঞতা জানিয়ে মো: আরমান বলেন, “ঘুমিয়ে পড়েছিলাম গেটে বসে, বুঝতেই পারিনি কখন পড়ে গেছি। রেল পুলিশ না থাকলে হয়তো আজ বাঁচতাম না।”





