নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাইকের ডিকি ভেঙে ৯০ হাজার টাকা চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায় গত ২৮ জানুয়ারি পাণ্ডবেশ্বর বাজারে বাইক রেখে বাজার করতে গিয়েছিলেন এক ব্যক্তি। বাইকের ডিকিতে ৯০ হাজার টাকা ছিল। বাজার করে ফিরে তিনি দেখেন বাইকের ডিকি ভাঙা খোয়া গেছে পুরো টাকা। ওইদিনই পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে চারজন দুষ্কৃতী মিলে ওই চুরির ঘটনা ঘটিয়েছে। এরপর দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ এবং শনিবার রাতে আসানসোল থেকে বিকাশ কুমার যাদব নামে একজনকে গ্রেফতার করে। সে বিহারের কাটিহারের বাসিন্দা। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি অন্ডাল পিন্টু সাহা জানান ধৃতকে হেফাজতে নিয়ে বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি চুরি যাওয়া টাকা উদ্ধারেরও চেষ্টা চালানো হচ্ছে।