নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– অন্যের বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে ধুন্ধুমার কাণ্ড পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে। চললো ভাঙচুর, ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মাথা ফাটল ডিসির।
ঘটনা সূত্রে জানা যায় বৃহস্পতিবার ভোর বেলায় কুমারডিহি গ্রামে রুইদাস পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউরি পাড়ার যুবক পল্লব (২২) বাউড়ির ঝুলন্ত মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা যায় মৃত পল্লবের এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। রাতে পল্লব চুপিসারে ওই মহিলার বাড়ি যায়। মহিলার স্বামী বিষয়টি দেখে ফেলে এবং ওই যুবককে ঘরের মধ্যে আটকে রাখে। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
এদিকে পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গেলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত যুবকের পরিবারকে না জানিয়ে দেহ উদ্ধার করেছে পুলিশ। এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ভাংচুর চলে। পরিস্থিতি সামাল দিতে ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছালে ইট বৃষ্টি শুরু হয়। ইটের ঘায়ে জখম হন ডিসি অভিষেক গুপ্তা সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। পাশাপাশি কয়েকজনকে আটকও করা হয়।
এদিন ঘটনা প্রসঙ্গে ডেপুটি কমিশনার বলেন, “মৃতের পরিবারের যা অভিযোগ আছে নিশ্চয়ই তা শোনা হবে। উত্তেজনা সামাল দিতে গিয়ে চারজন পুলিশকর্মী আহত হয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”





