নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ – পাণ্ডবেশ্বর ও সংলগ্ন খনি অঞ্চলের মানুষজনকে বৈদ্যুতিক চুল্লিতে শবদাহ করতে এখন আর দুর্গাপুরের বীরভানপুর বা রানীগঞ্জ সংলগ্ন মেজিয়া শ্মশান ঘাটে যেতে হবে না। অজয়ের পাড়ে পাণ্ডবেশ্বর শ্মশানেই তৈরি হতে চলেছে শবদাহের জন্য বৈদ্যুতিক চুল্লি। মঙ্গলবার প্রকল্পটি রূপায়ণের কাজ শুরু হল।
এই প্রকল্পে পাণ্ডবেশ্বর শ্মশান ঘাটে দুটি বৈদ্যুতিক চুল্লি তৈরি করা হবে। উখড়া রোটারি ক্লাবের উদ্যোগে ও বেসরকারি সংস্থা “দে গ্রুপে”র সিএসআর প্রকল্পের আর্থিক অনুদানে তৈরি হবে এই চুল্লি। প্রকল্পটি রূপায়ণে খরচ পড়বে ২ কোটি ৪০ লক্ষ টাকা। প্রকল্পটির নামকরণ করা হয়েছে “দে গ্রুপে”র প্রয়াত কর্ণধার তথা শিল্পপতি বলরামদের নামে, “বলরাম দে মেমোরিয়াল ক্রিমেটোরিয়াম”।
এদিন প্রকল্পের শিলান্যাস করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, “দে গ্রুপ” সংস্থার দুই কর্ণধার বিশ্বদীপ দে ও সন্দীপ দে,উখড়া রোটারি ক্লাবের সদস্য সহ বিশিষ্টজনেরা।
বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন বলেন, এই প্রকল্পটি রূপায়িত হলে শুধু পাণ্ডবেশ্বর নয়, সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী বীরভূম জেলার মানুষজনও এর সুবিধা পাবেন।
উখড়া রোটারি ক্লাবের পক্ষে বিশাল হান্ডা জানান, আগামী এক বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে পাণ্ডবেশ্বর শ্মশানে বৈদ্যুতিক চুল্লিতে শবদাহ করা যাবে।