সন্তোষ কুমার মণ্ডল,পাণ্ডবেশ্বরঃ- গতকাল প্রকাশিত হয়েছে রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। মেধা তালিকায় দশম স্থান করে জেলার প্রথম হয়েছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার পানশিউলি হাইস্কুলের ছাত্রী শ্রীপর্ণা মন্ডল। তার এই সাফল্যে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় সেই শুভেচ্ছা বার্তা নিয়ে শ্রীপর্ণার কাছে পৌঁছে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ঘ্য মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলার শিক্ষা দপ্তরের এডিআই সহ অন্যান্য সরকারি আধিকারিকরা।
এই প্রসঙ্গে বিধায়ক বলেন, “পাণ্ডবেশ্বর বিধানসভা শ্রীপর্ণার সাফল্যে উচ্ছ্বসিত। সে আমাদের সম্মানিত করেছে। তার জন্য আমরা গর্বিত। ওর ভবিষ্যত পড়াশুনা ও উচ্চশিক্ষার সামগ্রী কেনার জন্য দিয়েছি ৫০ হাজার টাকা ও একটি ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে।” পাশাপাশি আগামী দিনে শ্রীপর্ণার শিক্ষার প্রয়োজনীয় ব্যয়ভার গ্রহণের প্রতিশ্রুতিও দেন বিধায়ক।





