eaibanglai
Homeএই বাংলায়পাণ্ডবেশ্বরে শিশুর মাথার খুলি, হাড়, চুল উদ্ধার, চাঞ্চল্য

পাণ্ডবেশ্বরে শিশুর মাথার খুলি, হাড়, চুল উদ্ধার, চাঞ্চল্য

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পাণ্ডবেশ্বরে থানার কুমারডিহি গ্রামের পার্ক ও পার্ক সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল শিশুর মাথার খুলি, হাড়, চুল, কাপড়ের টুকরো। ঘটনায় গত ৫ মাস আগে এলাকা থেকে যমজ বোনের নিখোঁজ হওয়ার রহস্য ঘটনার যোগ থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়দের একাংশ। শনিবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

জানা গেছে, শনিবার সকালে কুমারডিহি গ্রামের ডিহি পার্কের পেছনে খোলা মাঠ থেকে উদ্ধার হয় বেশ কিছু হাড়ের টুকরো, মাথার খুলির অংশ, চুল ও কাপড়ের টুকরো । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং পার্কের চারপাশের এলাকায় ঘিরে ফেলে পার্কের ভেতর ও বাইরে তল্লাশি চালিয়ে ওইসব সামগ্রী উদ্ধার করে নিয়ে যায়। সন্ধে পর্যন্ত চলে সেই তল্লাশি অভিযান। পাশাপাশি যে জায়গা থেকে এইসব কিছু উদ্ধার হয়েছে সেই জায়গা পুলিশ ব্যারিকেড করে ঘিরে দেয়। রবিবার এই জায়গা থেকে নমুনা সংগ্রহের জন্য ফরেন্সিক দল আসতে পারে বলে সূত্রের খবর ।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালে ১ ডিসেম্বর সকালবেলায় কুমারডিহি স্টেডিয়াম থেকে নিখোঁজ হয়ে যায় স্নেহা ও স্নিগ্ধা বাউরি নামে বছর দশকের দুই যমজ বোন ।‌ অন্ডালের কাজোড়া গ্রামে তাদের বাড়ি হলেও নিখোঁজ যমজ বোন থাকতো কুমারডিহি গ্রামে বাউরি পাড়ায় তাদের মামার বাড়িতে । পুলিশ তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত নিখোঁজ যমজ বোনের খোঁজ মেলেনি। এরইমধ্যে গত ফেব্রুয়ারি মাসে নিখোঁজ বোনেদের সন্ধান পেতে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে বিভিন্ন এলাকায় পোস্টারও দেয় পুলিশ। কিন্তু তারপরও সাফল্য মিলেনি।

শনিবার উদ্ধার হওয়া সামগ্রী সম্বন্ধে পুলিশ বিষদে কিছু না জানালেও ওইসব কোন শিশুর শরীরের অংশ হতে পারে বলে প্রাথমিক তদন্তের পরে অনুমান পুলিশের। তবে বিশেষ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কাপড়ের টুকরোর সাথে নিখোঁজ থাকা দুই শিশুর জামার মিল রয়েছে। যদিও উদ্ধার হওয়া দেহের অংশের ডিএনএ পরীক্ষার পরেই এগুলির সাথে নিখোঁজ দুই শিশুর মিল রয়েছে কিনা তা জানা সম্ভব হবে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments