সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ-পাণ্ডবেশ্বর থানার কুমারডিহির বাসিন্দা নাবালিকা যমজ বোন গত ১২ দিন ধরে নিখোঁজ । পরিবারের তরফে থানায় অভিযোগ করা হলেও এখনো দুই বোনকে খুঁজে বার করতে পারেনি পুলিশ। ঘটনায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ বাউরি সমাজের সদস্য়রা বুধবার পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর সাথে দেখা করে দুই বোনকে খুঁজে দেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিলেন।
চলতি মাসের প্রথম দিকে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বছর দশেকের দুই যমজ বোন স্নেহা ও স্নিগ্ধা বাউড়ি। স্থানীয় উদয়ন সংঘ মাঠে দুজনকে শেষ বারের জন্য দেখেছিলেন স্থানীয়রা। তার পর থেকে তাদের আর খোঁজ মলেনি। ঘটনার পর তদন্তে নামে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশ কুকুর নিয়ে এলাকায় তল্লাশিও চালানো হয় কিন্তু দুই নাবালিকার খোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই দুই কিশোরীর মা অন্যত্র বিয়ে করে চলে যাওয়ায় দুই বোন কুমারডিহিতে তাদের মামার বাড়িতে থাকতো। তদন্তের স্বার্থে যমজ কিশোরীর মা ও তার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি বলে খবর।
পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যান সমিতির চেয়ারম্যান মুচিরাম দলুই এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এই দুই বোনকে দ্রুত খুঁজে দেওয়া না হয়, তাহলে আমরা আসানসোল দুর্গাপুরের সব ব্লকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাবো।” যদিও পুলিশ জানিয়েছে তদন্ত চলছে, দুই বোনকে খুঁজে বার করতে সবরকম ভাবে চেষ্টা করা হচ্ছে।