সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– ভুতুড়ে ভোটার খোঁজে অভিযান কর্মসূচি শুরু করেছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। কর্মসূচিতে অংশ নিয়ে শনিবার পাণ্ডবেশ্বরের অলিতে-গলিতে বাড়ি বাড়ি ঘুরলেন স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর অঞ্চলের সুখবাজার খোট্টাডিহি এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকাও পরীক্ষা করেন তিনি।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “বিজেপি হচ্ছে ভারতীয় জালি পার্টি। দিল্লি হরিয়ানা ও গুজরাটে এইভাবে জাল ও ভুতুড়ে ভোটার, ভোটার তালিকায় ঢুকিয়ে সরকার গঠন করেছে বিজেপি । কিন্তু পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই হাটে হাড়ি ভেঙে দিয়েছেন বিজেপির । সুতরাং পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তৎপর ভুতুড়ে ভোটার খুঁজতে। দলের নেতৃত্ব রুখে দাঁড়াবে এই ভুতুড়ে ভোটারদের আটকাতে।”
প্রসঙ্গত গত বৃহস্পতিবার কলকাতায় দলীয় সমাবেশে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভোটার তালিকায় বিজেপি অন্য রাজ্যের ভোটারদের নাম ঢোকাচ্ছে বলে অভিযোগ করেছিলেন এবং দলীয় নেতৃত্বকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছিলেন। এরপরই বিষয়টি নিয়ে তৎপর হতে দেখা যায় পশ্চিম বর্ধমান তৃণমূল নেতৃত্বকে। শুক্রবার ভোটার তালিকায় ভুয়ো ভোটার রুখতে ব্লক নেতৃত্বদের নিয়ে দুর্গাপুর ও আসানসোলে দুটি পৃথক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও দলীয় নেতৃত্ব।





