eaibanglai
Homeএই বাংলায়অসহায় কিডনি রোগীর পাশে বিধায়ক

অসহায় কিডনি রোগীর পাশে বিধায়ক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- কিডনির রোগে আক্রান্ত ডায়ালিসিস চলা রোগীর পাশে দাঁড়িয়ে মৃত্যুর মুখ থেকে তাঁকে বাঁচালানে বিধায়ক। দিলেন চিকিৎসার যাবতীয় খরচ বহন করার আশ্বাস।

প্রসঙ্গত, পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামের বাসিন্দা অনুপ দাস প্রায় দশ বছর ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছেন। বহু বছর ধরে ব্যায়সাধ্য ডায়ালিসিস চিকিৎসা চলছে তাঁর। সেই খরচ বহন করতে করতে প্রায় পথে বসেছে পরিবার। পরিবারে রোজগেরে কেউ নেই। রয়েছেন স্ত্রী ও বৃদ্ধা মা। এই অবস্থায় অবসাদগ্রস্ত অনুপ নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দড়ি নিয়ে আত্মহত্যা করতে যাওয়ার সময় তাঁকে দেখে ফেলেন মা ও স্ত্রী। বিষয়টি জানাজনি হতেই খবর যায় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে। তিনি বিষয়টি জানতে পেরে পৌঁছে যান অনুপ দাসের বাড়ি এবং তাঁর চিকিৎসার সমস্ত ব্যায়ভার বহনের আশ্বাস দেন।

এই প্রসঙ্গে অনুপের স্ত্রী নিবেদিতা দাস বলেন, “আমার স্বামীকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনলেন আমাদের নরেন দা। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিলো। এমতোবস্থায় আমাদের কিছু করার ছিল না। বুঝতে পারছিলাম না যে, কি করবো? কার কাছে যাবো। সেই সময় পাশে দাঁড়ালেন বিধায়ক। আমাদের কাছে তিনি ভগবান।”

অন্যদিকে বিধায়ক বলেন, “এটা আমার কর্তব্য। আগে জানালে আমি ব্যবস্থা নিতাম। পরিবারের পাশে আমি সবসময় আছি।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments