নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রামনবমীর প্রাক্কালে বিশেষ উদ্যোগ পাণ্ডবেশ্বরের বিধায়কের। শনিবার পাণ্ডবেশ্বর বিধানসভার সকল রামনবমী কমিটিগুলিকে আর্থিক সহায়তা ও “জয় সিয়া রাম “লেখা পতাকা বিতরণ করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
এদিন বাকোলা কমিউনিটি হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রায় ১৭০ টি রাম নবমী কমিটিকে পতাকা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিধায়ক বলেন, “বাংলার মাতৃতান্ত্রিক সমাজে প্রথমে সীতা মাইয়াকে বাদ দিয়ে কিভাবে শুধুমাত্র পুরুষোত্তম রামজির আহ্বান হয়, সেটা অপূর্ণতা থেকে যায়। তাই সীতা মাইয়াকে নিয়ে জয় সিয়ারাম। যেমন রাধা কৃষ্ণ, লক্ষীনারায়ণ, লক্ষ্মী প্রথমে আসে।”
এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার দলীয় নেতৃত্বরা।





