রামকৃষ্ণ চ্যাটার্জী,আসানসোলঃ- বিগত দিনে বহুল প্রচলিত ও আমজনতার বিনোদনের অন্যতম মাধ্যম ছিল সার্কাস। ছোটবেলার মা বাবা, ঠাকুরদার হাত ধরে সার্কাস দেখতে যাওয়ার মজাই ছিল আলাদা। বর্তমান ডিজিটাল যুগে তা প্রায় রুগ্নপ্রায় শিল্পে পরিণত হয়েছে। তবে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়কের হাত ধরে সেই আনন্দ ফিরে পেল ছোটরা।
বিধায়ক নরেন জেঠুর কাছে বাচ্চারা আবদার করেছিল সার্কাস দেখানোর। আর সেই আবদার আনন্দের সঙ্গে মেটালেন বিধায়ক। পাণ্ডবেশ্বর বিধানসভার বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিধায়ক পৌঁছে গেলেন সার্কাসের আসরে।
খুদেরা জানাল, নরেন জেঠু তাদের সার্কাস দেখাতে নিয়ে যাওয়ায় তারা ভীষণ খুশি, খুব আনন্দ করেছে। খুদেদের সঙ্গে সার্কাস দেখতে যাওয়া এক ৬০ বছরের প্রৌঢ় যেমন জানালেন বহু বছর সার্কাস দেখার সুযোগ হয়নি, এবার তা দেখার সুযোগ হওয়ায় খুব আনন্দ হচ্ছে। অন্যদিকে পাণ্ডবেশ্বর বিধায়কের এই উদ্যোগে স্বভাবতই খুশি অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই।
অন্যদিকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কিছুটা নস্টালজিয়ায় ফিরে গেলেন এদিন। বিধায়াক বলেন, “বাচ্চাদের সাথে নিয়ে সার্কাস দেখতে গিয়ে আজ আবার সেই পুরনো দিনের সোনালী স্মৃতিগুলোতে ফিরে যাওয়ার সুযোগ হল।”





