সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রবিবার মহালয়ার দিন থেকে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে শুরু হয়েছে , তাঁর বিধানসভার ১২ টি পঞ্চায়েত এলাকায় সকল মা ও বোনেদের হাতে আলতা,সিন্দুর ও টিপ ইত্যাদি প্রসাধনী দ্রব্য তুলে দেওয়া। এই কর্মসূচির নাম রাখা হয়েছে ” মাতৃবরণ বা মাতৃবন্দনা” । এছাড়াও গত বেশ কয়েকদিন ধরেই দুর্গাপূজা উপলক্ষে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার ৬০ হাজার মা বোনেদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার কর্মসূচি শুরু করেছেন বিধায়ক।
এই প্রসঙ্গে, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “এদিন মহালয়ায় মধ্যে দিয়ে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হলো। আমি এমন একটা দিনে আমার এলাকার মা দুর্গাদের মাতৃবন্দনা করলাম। তাদের হাতে ঐতিহ্যের প্রতীক হিসেবে তুলে দিলাম, শাড়ি, আলতা, সিঁদুর ও টিপ। আমার এই দুর্গারা সারা বছর ধরে নিজেদের বাড়িতে কাজ করার পাশাপাশি সমাজের কাজ করেন। আজ তাদের সম্মান জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”





