নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ঈদ উপলক্ষ্যে অভিনব উদ্যোগ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। নিজের বিধানসভা এলাকার ছোটদের জন্য ঈদের উপহারের ব্যবস্থা করলেন বিধায়ক। ঈদের আগের সন্ধ্যায় এলাকার প্রায় ২০০ কচিকাঁচাদের নিয়ে (যেমন খুশি কিনতে পারো) পাণ্ডবেশ্বর বাজারের বিভিন্ন দোকান দোকানে ঘুরে তাদের পছন্দ মতো জামা কাপড় উপহার হিসেবে কিনে দিলেন।
স্থানীয়রা অবশ্যে জানিয়েছেন বিধায়ক প্রতিবছর ঈদের আগে বড়দেরও উপহার দেন। ঈদ এলে বড়দের শাড়ি লুঙ্গি থেকে শুরু করে ঈদের দিনে লাচ্ছা পর্যন্ত পৌঁছে দেন।
অন্যদিকে বিধায়ক বলেন, “পাণ্ডবেশ্বর সংস্কৃতির মেলবন্ধনের জায়গা। পাণ্ডবেশ্বরে ছট পুজো, কালীপুজো বা যো কোনো পুজো হোক বা ঈদ, সবেতেই একে অপরের সঙ্গে আনন্দ করে কাটাই। তাই বাচ্চাদের নিয়ে ওদের নিজের পছন্দমতো জামা কাপড় কিনে দেওয়া হয়েছে, এতেই সকলের আনন্দ।”
ঈদের খুশিতে সামিল হওয়ার বিধায়কের এই সহৃদয় উদ্যোগে স্বভাবতই খুশি কচিকাঁচা ও তাদের অভিভাবকেরা।





