সন্তোষ কুমার মণ্ডল,পাণ্ডবেশ্বরঃ– অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে দিঘায় জগন্নাথদেবের মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে যথাসাধ্য মতো বাংলার বাড়ি বাড়ি জগন্নাথ দেবের ফটো এবং প্রসাদ পৌঁছে দেওয়া হবে। দিঘা থেকেই তথ্য ও সংস্কৃতি দফতরকে এই দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রসাদ বিতরণ কর্মসূচি। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভাতে শুরু হলো বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ কর্মসূচি।
এদিন পাণ্ডবেশ্বর বিধানসভার গৌরবাজার গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নিজের হাতে প্রসাদ বিতরণ করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি জগন্নাথ দেবের প্রসাদ এবং ছবি পৌঁছে দেবেন। পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি মানুষের মঙ্গল কামনায় পুজো দিয়েছিলাম। তাই সেই পুজোর প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেবো। এদিন থেকে তা pandabeswarpasaddistributionরু হলো।”
প্রসঙ্গত উল্লেখ্য প্রসাদের মধ্যে মূলত খাজা রয়েছে। তবে এই প্রসাদ শুধু বাংলাতেই নয় একইসঙ্গে যাবে ভারতের বিখ্যাত মানুষদের গৃহেও।





