নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ইসিএলের অর্থানুকূল্যে ২কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকের বিলপাহাড়ি গ্রামের সীমানাপাঁচিল দেোয়ার কাজের শুভারম্ভ হল মঙ্গলবার। এই কাজের উদ্বোধন করেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
প্রসঙ্গত বেশ কয়েক বছর আগে খনি সম্প্রসারণের সময় পুরনো বিলপাহাড়ি গ্রাম অধিগ্রহণ করে ইসিএল। পার্শ্ববর্তী এলাকায় গ্রামবাসীদের পুণর্বাসন দিয়ে নতুন বিলপাহাড়ি গ্রাম গড়ে তোলা হয়। সেই গ্রামেরই সীমানা প্রাচীরের প্রয়োজন ছিল। সেই প্রচীর গড়ে দেওয়ার দায়িত্ব নেয় কেন্দ্রীয় খনি সংস্থা।
মঙ্গলবার সেই কাজের শুভারম্ভ হওয়ায় স্বভাবতই খুশি গ্রামবাসীরা। এদিন বিধায়ক বলেন ইসিএল ও সংশ্লিষ্ট আধিকারিকদের ধন্যবাদ। গ্রামের নিরাপত্তার জন্য যে সীমানাপ্রচীরের প্রয়োজন ছিল তা দ্রুত গড়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য।
এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন, ইসিএল-এর জেনারেল ম্যানেজার অমিতাভ ভট্টাচার্য, হরিপুর পঞ্চায়েতে প্রধান আশা মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

















