eaibanglai
Homeএই বাংলায়বিধাননগর বিধান স্কুলের শিক্ষিকা পর্না দে পেলেন জাতীয় স্তরের সম্মান

বিধাননগর বিধান স্কুলের শিক্ষিকা পর্না দে পেলেন জাতীয় স্তরের সম্মান

সংবাদদাতা, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শিল্পাঞ্চল শিক্ষাক্ষেত্রে এক বিশেষ জায়গা করে নিতে পেরেছে গত কয়েক বছরের মধ্যে গোটা রাজ্যে। শিল্পাঞ্চল দুর্গাপুরে আন্তর্জাতিক মানের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল সহ রাজ্য স্তরের একাধিক বাংলা মিডিয়াম স্কুলের পড়াশোনা নজর কেড়েছে গোটা রাজ্যের। শুধুমাত্র নামিদামি ইংরেজি মাধ্যম স্কুলই নয়, দুর্গাপুর শিল্পাঞ্চলের পড়াশোনার পরিবেশ এতটাই উন্নত মানের যে সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতিযোগিতামূলক মানসিকতা লক্ষ্য করা যায়। শিল্পাঞ্চল দুর্গাপুরের একাধিক ইংরেজি ও বাংলা মাধ্যম স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যেই দেশ-বিদেশের একাধিক সম্মান ও শিরোপাতে সম্মানিত হয়েছেন। এক কথায় বলতে গেলে শিল্পাঞ্চলের ছাত্র-ছাত্রী ,শিক্ষক সহ অভিভাবকরা শিক্ষার উন্নত মানের শিক্ষার পক্ষে নিজেদেরকে নিয়োজিত করেছেন।

এবার দুর্গাপুরে আবার একজন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা সুদুর রাজস্থানের প্রতিযোগিতামূলক পরীক্ষার শিক্ষার খ্যাতনামা তীর্থক্ষেত্র কোটা থেকে ছিনিয়ে নিয়ে এলেন জোড়া স্বীকৃতির বিশেষ সম্মান। রাষ্ট্রীয় প্রতিভা সম্মানের পক্ষ থেকে দুর্গাপুরের এই শিক্ষাকে সেরা ইংরেজি শিক্ষিকা হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল অ্যাচিভার এওয়ার্ডস এর পক্ষ থেকে সেরা শিক্ষিকা হিসেবে মনোনীত করা হয়েছে দুর্গাপুরের বিধান স্কুলের শিক্ষিকা পর্ণা দে’কে। জোড়া এই সম্বন্ধে ভীষণ খুশি তিনি। প্রসঙ্গত, পর্না দেবী ২৪ বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। উল্লেখ্য দেশের সমস্ত ইংরেজি মাধ্যম আইসিএসই বোর্ডের স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি তালিকা তৈরি করা হয়। সেখানে ৫০০ জনের বেশি শিক্ষক শিক্ষিকার নাম ছিল। তার মধ্যে থেকেই সেরা শিক্ষিকা এবং সেরা ইংরেজি শিক্ষিকার সম্মান ছিনিয়ে নিয়েছেন পর্না দেবী।

স্কুল শিক্ষিকা পর্না দেবীর এই সম্মানে আপ্লুত দুর্গাপুর বিধাননগরের বিধান স্কুলের কর্মকর্তারা। এদিন পরিচালন সমিতির অধ্যক্ষ কবিতা মন্ডল জানান,পর্না দেবীর এই স্বীকৃতিতে গর্বিত গোটা শিক্ষক সমাজ। শিল্পাঞ্চলে পর্না দেবীর শিক্ষাক্ষেত্রে নিঃস্বার্থ অবদান ও শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপের ভুয়াসি প্রশংসা করেন তিনি। আগামী দিনে পর্না দেবী যাতে দুর্গাপুরের শিক্ষার মান উন্নয়ন ও শিল্পাঞ্চলের ছাত্র-ছাত্রীদেরকে আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারেন তার জন্য তাকে আগাম শুভেচ্ছা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments