নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– গত পরশু রাজ্যে অনুষ্ঠিত হওয়া পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট ও হিংসার অভিযোগে সরব হয় বিরোধীরা, দাবি জানায় পুনর্নির্বাচনের। সেই দাবি মেনে সোমবার ফের ১৯টি জেলার ৬৯৬ টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পুনর্নির্বাচন হচ্ছে পশ্চিম বর্ধমান জেলাতেও। এই জেলায় মোট ৬ টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। এই ৬ টি বুথ হল কাঁকসা ব্লকের বনকাটি পঞ্চায়েতের বাগুরার ১৯ ও ২০ নম্বর বুথ, আমলাজোড়ার বামনবেড়ার ১৪৪ ও ১৪৫ নম্বর বুথ ও শোকনার ১৫১ নম্বর বুথ এবং জামুড়িয়ার চিঁচুড়িয়া ডাহুকার ৪২ নম্বর বুথ। এই ৬ টি বুথে ভোট লুট সন্ত্রাসের অভিযোগ উঠেছিল।
যদিও সিপিএম নেতৃত্বের তরফে এই জেলার সাতটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছিল। সেগুলি হলঃ-কাঁকসা-১৯,দুর্গাপুর ফরিদপুর-১১, রানীগঞ্জ -৯, জামুরিয়া -২১, অন্ডাল-৩৬,পান্ডবেশ্বর- ২৭,বারাবনী-২৬।
এদিন সকাল ৭ টা থেকে সব বুথ গুলিতে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোটগ্রহণ শুরু হয়। তবে জামুড়িয়া চিঁচুড়িয়া পঞ্চায়েতের ডাহুগা গ্রামের ৪২ নম্বর বুথে প্রায় ঘণ্টাখানেক দেরিতে শুরু হয় ভোট গ্রহণ। এদিন জেলার সবকটি বুথেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। বেলা সাড়ে দশটা পর্যন্ত কোনও অশান্তির খবর মেলেনি।