eaibanglai
Homeএই বাংলায়পশ্চিম বর্ধমান জেলায় ৩ লক্ষেরও বেশি ফর্ম "অসংগ্রহযোগ্য" ঘোষিত

পশ্চিম বর্ধমান জেলায় ৩ লক্ষেরও বেশি ফর্ম “অসংগ্রহযোগ্য” ঘোষিত

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বৃহস্পতিবারই শেষ হয়েছে রাজ্যে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ার প্রথম পর্যায়ের কাজ। তারপরই পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে ইনুমেরেশন ফর্ম সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয়। আর সেই তালিকা থেকে জানা যাচ্ছে এই জেলার নয়টি বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার বিকেল চারটে পর্যন্ত ৩,০৬,৪৬০ টি ফর্ম “অসংগ্রহযোগ্য” হিসেবে ঘোষিত হয়েছে। এর অর্থ হল এই ভোটারদের নাম হয় তালিকা থেকে বাদ দেওয়া হবে অথবা পরবর্তী কালে সংশোধন করা হবে। জানা গেছে এই ৩ লক্ষেরও বেশি ভোটারের ইনুমেরেশন ফর্ম যাচাই বা পরীক্ষা করা যায়নি। তার তিনটি প্রধান কারণ খুঁজে পাওয়া গেছে। প্রথম, ১ লক্ষ ৩১ হাজার ১৬০ মানুষ তাদের পুরনো বাড়ি ছেড়ে স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গেছেন। ৯৬, ৫৪৭ জন ভোটার মারা গেছেন। খুঁজে পাওয়া যাচ্ছে না এমন ভোটারের সংখ্যা ৭১,৩৬১ জন। প্রশাসনের কথায় এই ভোটারদেরকে তাদের ঠিকানায় পাওয়া যায়নি বা নিখোঁজ রয়েছেন।

তালিকা অনুযায়ী এই “অসংগ্রহযোগ্য” ফর্মের সংখ্যা সবথেকে বেশী আসানসোল উত্তর এবং কুলটি বিধানসভায়। এই দুটি বিধানসভায় ১৪.৭৩% ও ১৪.৬৭ % ফর্ম ‘অসংগ্রহযোগ্য’ বলে জানা গেছে। অন্যদিকে দুর্গাপুর পূর্ব বিধানসভায় অসংগ্রহযোগ্য ফর্মের সংখ্যা সবচেয়ে কম ১০.১৯ %।

প্রশাসনিক তথ্য অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভায় মোট ২৩ লক্ষ্য ২৭ লক্ষ ১১১ টি ফর্ম বিতরণ করা হয়েছে। যা ১০০ শতাংশ। এই ফর্মগুলির প্রায় ৮৭% ( ৪৬.৮৩) ডিজিটালাইজড করা হয়েছে। যা সংখ্যা হলো ২০ লক্ষ ২০ হাজার ৪৭৬। দুর্গাপুর পূর্ব এই কাজে বাকি বিধানসভাগুলো থেকে এগিয়ে রয়েছে। সেখানে প্রায় ৯০% (৮৯.৮১) কাজ শেষ হয়েছে। অন্যদিকে, এই কাজে আসানসোল উত্তর এবং কুলটি কিছুটা হলেও পিছিয়ে।

এই ইনুমেরেশন ফর্ম পরীক্ষা করার পরে প্রথমে খসড়া ও পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments