সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার ইনদাস থানার আকুই এলাকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ধান ভর্তি ট্রাক্টরকে সজরে ধাক্কা মারে একটি বেসরকারি যাত্রী বাহি বাস। ঘটনা ঘটে বৈকাল সাড়ে তিনটে নাগাদ বর্ধমান থেকে আসার সময় আকুই এলাকায়। এই দুর্ঘটনায় কমপক্ষে প্রায় ২০ জনের মতো অল্প – বিস্তর আহত হয়েছে। তবে কোন হতা হতের খবর পাওয়া যায় নি। পুলিশ ও স্থানীয় মানুষদের সহযোগিতায় আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও সরন্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।