eaibanglai
Homeএই বাংলায়রেল পুলিশের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মহিলা যাত্রী

রেল পুলিশের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মহিলা যাত্রী

সংবাদদাতা,বাঁকুড়াঃ- চলন্ত ট্রেনে চড়তে গিয়ে দুর্ঘটনা। ট্রেন থেকে পড়ে গেলেন ৬২ বছরের মহিলা যাত্রী। পুলিশের তৎপরতায় অল্পের জন্য বাঁচল প্রাণ। ঘটনা বাঁকুড়া স্টেশনের।

রেল পুলিশ সূত্রে জানা যায় পুরুলিয়ার কুকস কম্পাউন্ড এলাকার বাসিন্দা শবানি সিনহা নামে ওই মহিলা যাত্রী বাঁকুড়ার পাত্রসায়েরে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। এদিন তিনি বাড়ি ফেরার জন্য বাঁকুড়া স্টেশনে পৌঁছন। এদিকে বেলা ১১ টা ৭ মিনিট নাগাদ সাঁতরাগাছি পুরুলিয়া রুপসী বাংলা এক্সপ্রেস বাঁকুড়া স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম ছেড়ে এগোতে শুরু করে। সেই সময় ওই মহিলা যাত্রী চলন্ত ট্রেনের একটি কামরায় ওঠার চেষ্টা করেন। কিন্তু পা পিছলে তাঁর শরীর ঢুকে যেতে থাকে প্লাটফর্ম আর চলন্ত ট্রেনের মাঝের অংশে । বিষয়টি নজরে আসতেই প্লাটফর্মের রেল পুলিশের সহায়তা কেন্দ্রে কর্তব্যরত এক মহিলা কনস্টেবল ও আধিকারিক ছুটে গিয়ে ওই মহিলাকে টেনে প্লাটফর্মের উপরে তুলে আনেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান মহিলা। তবে মহিলার সেভাবে আহত হননি বলেই জানা গেছে।

অন্যদিকে রেলের তরফে বার বার যাত্রীদের চলন্ত ট্রেনে উঠতে নিষেধ করা হয়। তবুও সময় বাঁচাতে যাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করে ও দুর্ঘটনার কবলে পড়ে। এদিনের ঘটনার পর রেল পুলিশের তরফে যাত্রীদের সুরক্ষিত ভাবে যাত্রা করার আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments