সংবাদদাতা, বুদবুদ:- বছরের পর বছর এই ভাবেই জীবনের ঝুঁকি নিয়েই নৌকায় পারাপার চলছে নিত্য যাত্রীদের। পূর্ব বর্ধমানের বুদবুদ থানার রণডিহা ড্যাম্প এ দামোদর নদের উপর নিত্যদিন চলছে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার। শুধু মানুষ নয়, পারাপার হয় সাইকেল মোটরসাইকেল, ভারী জিনিস। যদিও সরকার অনুমোদিত ঘাট বলেই জানান নৌকার মাঝিরা। কিন্তু নেই সেখানে কোনো কংক্রিটের ঘাট বা পাকাপাকি ঘাট। মাঝিরা বলেন তারা নিজেরাই ঘাট বানান, যাত্রী পারাপার করান সাবধানেই। মাঝিদের দাবি আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নি। ফলে যাত্রী সুরক্ষা নিয়ে কোনো মাথা ব্যাথা নেই মাঝি দের। অন্যদিকে নৌকা করে নিত্যদিন বাঁকুড়ার বিভিন্য এলাকা থেকে বহু সবজি ব্যবসায়ী থেকে শুরু করে চাকরি জীবী থেকে সাধারণ মানুষ রোজ পারাপার করেন এই ভাবেই। বাঁকুড়া ও বর্ধমানের সাথে দ্রুত যোগাযোগের মাধ্যমে বলেই এই পথ বেছে নিয়েছেন নিত্যযাত্রীরা। প্রশ্ন হলো যখনই কোনো নৌকাডুবির ঘটনা ঘটে তখনই যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। মাঝিদের দাবি এখনো কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে কি কোনো দুর্ঘটনা ঘটার পরেই যাত্রী সুরক্ষার বিষয়ে নজর দেবেন প্রশাসন।