নীহারিকা মুখার্জ্জী,কলকাতাঃ- সাধ থাকলেও যখন সাধ্যে কুলায় না তখন সেই অভাবটা পূরণ করে আন্তরিকতা এবং এটাকেই পাথেয় করে গত ২৪ শে সেপ্টেম্বর একগুচ্ছ কবি, সাহিত্যিক ও নাট্যকারের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিয়ালদহের কৃষ্ণচন্দ্র ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে প্রকাশিত হয় ‘আয়াস’ সাহিত্য পত্রিকা। এটি দক্ষিণেশ্বরের গাঙ্গুলি বাড়ির পারিবারিক পত্রিকা।
দেখতে দেখতে পত্রিকাটি চতুর্দশ বছরে পদার্পণ করে। পত্রিকাটির বর্তমান সংখ্যার বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক – পরিবেশ ভাবনা। চারদিকে যখন পরিবেশ সংক্রান্ত সমস্যা নিয়ে প্রচুর হইচই হচ্ছে, টনটন নিউজপ্রিণ্ট ও লিটার লিটার ছাপার কালি খরচ হচ্ছে তখন পরিবেশকে কেন্দ্র করে সাহিত্য পত্রিকা প্রকাশ সত্যিই অভাবনীয়।
উপস্থিত কবি-সাহিত্যিকরা পরিবেশের উপর স্বরচিত কবিতা পাঠ করে একটি ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি করেন। সঙ্গে অতিরিক্ত পাওনা হিসাবে ছিল একটি শ্রুতি নাটক। এছাড়া ছিল প্রবীণ ব্যক্তিদের পরিবেশ সংক্রান্ত মননশীল আলোচনা। তাদের বক্তব্য- পরিবেশ হয়ে ওঠুক কবিতার রোমান্টিক উপাদান। নীহাররঞ্জন গুপ্তের সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামসুন্দর গুঁই। সব মিলিয়ে এক জমজমাট সন্ধ্যার সাক্ষী থাকেন উপস্থিত ব্যক্তিরা। কীভাবে যে চার ঘণ্টা কেটে যায় কেউই বুঝতে পারেননি।
অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী গৌতম চক্রবর্তী। এছাড়া সঙ্গীত শিল্পী সুকান্ত বসু সঙ্গীত পরিবেশন করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের গলায় উত্তরীয় পরিয়ে, হাতে গোলাপ, মেমেণ্টো ও মানপত্র তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিন্ময় হাজরা, ড. প্রদীপ গঙ্গোপাধ্যায়, দর্পণা গঙ্গোপাধ্যায়, কবি-সাংবাদিক সূচনা গঙ্গোপাধ্যায় প্রমুখ।
উপস্থিত কবি, সাহিত্যিক ও নাট্যকারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে সূচনা দেবী বললেন – আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আশাকরি পত্রিকা প্রকাশে আগামী দিনেও সবার সহযোগিতা পাব।