নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ- ‘বঙ্গ সংস্কৃতি মঞ্চ’ এর উদ্যোগে শনিবার পাটুলির মিউজিক ক্যাফেতে অনুষ্ঠিত হল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষ্যে ক্যাফেতে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন ভাষাবিদ ডঃ পবিত্র সরকার, ডক্টর মমতাজ সংঘমিত্রা, শাস্ত্রীয় নৃত্যশিল্পী শিল্পী নন্দিনী বারুণী, কবি ও বাচিক শিল্পী ডঃ তপন রায় প্রধান, আই.এ.এস অফিসার শাকিল আহমেদ প্রাক্তন, বিশেষ সচিব সৈয়দ নাসির উদ্দিন, কবি পিয়ালী গাঙ্গুলী, সুমিত্রা চৌধুরী প্রমূখ।
এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে সংবর্ধিত করা হয় বিশিষ্ট সাংবাদিক ও লেখক অলকপ্রসাদ চট্টোপাধ্যায় ও বিশিষ্ট আইনজীবী লেখক ও বাচিক শিল্পী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জী।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিশিষ্ট সাংবাদিক ও বঙ্গ সংস্কৃতি মঞ্চের রাজ্য সম্পাদক ফিরোজ হোসেন। বক্তব্য রাখেন মঞ্চের কার্যকরী সভাপতি অধ্যাপক ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। পাশাপাশি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- ডক্টর উৎসব দাস, মৌসুমী বসাক, অনুশিলা বসু, নিলাম, রিয়া, বৃন্দা দাস চৌধুরী, মানসী রায়, সুজিত লায়েক প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি, সচলরূপে পরিচালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী ও দূরদর্শনের সংবাদ পাঠিকা সুদীপ্তা মুখোপাধ্যায় ও মধুমিতা বসু।
প্রসঙ্গত উল্লেখ্য বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার প্রসারে দীর্ঘ ১৫ বছর ধরে সারা রাজ্যে কাজ করে চলেছে ‘বঙ্গ সংস্কৃতি মঞ্চ’। সারা বছর ধরেই নানান কর্মসূচি নিয়ে থাকে এই সংগঠন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবারের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।