নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সমাজের বিভিন্ন ক্ষেত্রে জেলার কৃতীদের স্বীকৃতি দিতে চলেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। আসানসোল পৌর নিগম ও দুর্গাপুর নগর নিগমের সঙ্গে যৌথ উদ্যোগে স্বীকৃতি স্বরূপ দেওয়া হবে “পশ্চিম বর্ধমান জেলা সম্মান পুরস্কার ২০২৫”। আগামী ১৭ অগস্ট আসানসোলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলার কৃতীদের এই সম্মান প্রদান করা হবে।
মূলত তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে ও সমাজের নানা ক্ষেত্রের শিল্প, শিক্ষা, ক্রীড়া, উদ্যোগ ইত্যাদি ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য নবাগত ব্যক্তিত্বদের এই সম্মান প্রদান করা হবে। যেমন ক্রীড়া সম্মান, শিক্ষা সম্মান, আধুনিক পশ্চিম বর্ধমানের রূপকার, পশ্চিম বর্ধমান রত্ন সম্মান ইত্যাদি। এছাড়া জেলার অর্থনীতিতে ব্যতিক্রমী অবদান রাখা নতুন উদ্যোগপতিদের জন্য নব উদ্যোগপতি, সেরা উদ্যোগপতি (ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান), সেরা উদ্যোগপতি (বৃহৎ শিল্প প্রতিষ্ঠান), শ্রেষ্ঠ উদ্যোগী ক্যাটাগরিত পুরস্কার তথা সম্মান প্রদান করা হবে।
এই বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার জানান, পশ্চিম বর্ধমানের পরিচিতি তার প্রাণবন্ত শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য। এই জেলা সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতির সাক্ষী থেকেছে। জেলার অগ্রগতি আর উন্নতিতে যারা ভূমিকা রেখেছেন তাঁদের সম্মানিত করতে ও নতুন প্রজন্মকে জেলার উন্নয়নে সহযোগিতায় উৎসাহ দিতেই “পশ্চিম বর্ধমান জেলা সম্মান পুরস্কার”-এর ভাবনা।
অন্যদিকে এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বলেন,”পশ্চিম বর্ধমান তার শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। গত কয়েক বছরে অভূতপূর্ব উন্নতি হয়েছে এই জেলার। আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সমাজের দূরদর্শী উদ্যোক্তা এবং নায়কদের স্বীকৃতি দেওয়া গুরুত্বপূর্ণ যারা পশ্চিম বর্ধমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই বিষয়টি মাথায় রেখেই “পশ্চিম বর্ধমান জেলা সম্মান পুরস্কার” এর উদ্যোগ। এতে আগামী কথা নতুন প্রজন্মও উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।





