সংবাদদাতা, বাঁকুড়াঃ- গতকাল অর্থাৎ সোমবার বিকেল পাঁচটা থেকে বিষ্ণুপুর শহরে শুরু হয়েছে লকডাউন। তবে লকডাউন আওতার বাইরে রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন সবজি বাজার মাছের বাজার মুদিখানা ঔষধের দোকান, তবে সেই সমস্ত জায়গা গুলোতে যাতে অযথা সাধারণ মানুষের জমায়েত না হয় সে কারণে আজ আজ বিষ্ণুপুরের এসডিও মানস মন্ডলের নেতৃত্বে অভিযান চালানো হয় শহরের বিভিন্ন বাজারগুলোতে। যেখানে দেখা যাচ্ছে সবজি বাজার গুলোতে ভিড় রয়েছে। পাশাপাশি মাছের বাজারে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে। এমতাবস্থায় করোনা সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেদিকে নজর দিতেই এসডিও র এই বিশেষ অভিযান। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। এসডিও মানস মন্ডল মহাশয় বলেন, সবজি বাজার গুলোতে কাল থেকে অল্টারনেটিভ করে দেওয়া হচ্ছে। যে আজকে এসেছে সে কাল আসবে না পরশুদিন সে আসবে। এর পাশাপাশি ব্যবসাদারদের মধ্যে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন সবজি পাওয়া যাবে অযথা আতঙ্কিত হবার কিছু নেই। তিনি সাধারণ মানুষকে অযথা সবজি বাজার মাছের বাজার গুলিতে ভিড় না করার আহ্বান জানা ।