নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর :- আজ সকালে কোক ওভেন থানার অন্তর্গত সাগরভাঙ্গা মুসলিম পাড়ায় সকাল ছটা নাগাদ সন্দেহজনকভাবে তিনজনকে ঘোরাঘুরি করতে দেখেন এলাকাবাসী। এলাকাবাসীর সন্দেহ হওয়াতে তাদেরকে ধাওয়া করা হয়, তাড়া খেয়ে তিন জনের মধ্যে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও তৃতীয় ব্যক্তি ধরা পড়ে যায়। ধৃত ব্যক্তির কাছ থেকে বড় বড় বস্তা পাওয়া গিয়েছে এবং তার সাথে পাওয়া গিয়েছে কিছু বিস্কুটের প্যাকেট। আশ্চর্যের বিষয় হলো এলাকাবাসীর হাতে ধরা পড়া সেই ব্যক্তিকে যখন সেই বিস্কুট গুলি খেতে বলা হলো তখন সে খেতে অস্বীকার করে এতেই সন্দেহ বাড়ে এলাকাবাসীর। এলাকাবাসীদের জেরায় ধৃত ব্যক্তি জানায় তার বাড়ি ঝাড়খন্ডে সে এখানে এসেছে কাগজ কুড়োনোর কাজে। এলাকাবাসী আরও অভিযোগ করেন যে তিনজন অপরিচিত ব্যক্তি সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরি করছিল তাদের কে তারা করা হলে দুজন পালিয়ে যায় সেই দুজনের পরনে ছিল ভদ্রলোকের মতন পোশাক। কিন্তু ধরা পড়া ব্যক্তিকে পোশাক-পরিচ্ছদ দেখে আন্দাজ করা যায় গরিব মানুষ বলেই। এলাকাবাসীরা ধৃত ব্যক্তিকে তিন ঘন্টার উপর আটকে রাখের পরে পুলিশে খবর দেয়। কোক ওভেন থানা থেকে পুলিশ এসে ধৃত ব্যক্তিকে নিয়ে যায়। এলাকাবাসীদের বক্তব্য এই ঘটনার জেরে তারা আতঙ্কিত, তারা তাদের ছোট ছেলে মেয়েদের কে স্কুলে পাঠাচ্ছেন না ভয়ে।