eaibanglai
Homeএই বাংলায়ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ওয়েবসাইটের উদ্বোধন

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ওয়েবসাইটের উদ্বোধন

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, ফলতা, দক্ষিণ চব্বিশ পরগণা-: যে ভাবনাটা শুধু ভাবতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি সাহস করবেনা সেটাই বাস্তবে পরিণত করে দেখালো দক্ষিণ চব্বিশ পরগণার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই অর্থাৎ ২ রা জানুয়ারি বিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের অভিভাবক সহ অন্যান্যদের সুবিধার্থে চালু হলো বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট। এটির শুভ উদ্বোধন করেন ফলতা সমষ্টি উন্নয়ন অধিকারিক সানু বক্সি।

জানা যাচ্ছে, শিক্ষকরা শ্রেণিকক্ষে যেসব পাঠদান করবেন সেগুলি নিয়মিত ওয়েবসাইটে আপলোড করা হবে। ফলে কোনো শিক্ষার্থী অনিবার্য কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে সেইদিনকার পাঠদান সে সহজেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। অনলাইনে একজন ভর্তির আবেদন পত্র পূরণ করতে পারবে। সারাবছর বিদ্যালয়ে কী কী অনুষ্ঠান হবে সেটা ওয়েবসাইট থেকে জানা যাবে। বিদ্যালয়ের যাবতীয় তথ্য এই ওয়েবসাইটে লিপিবদ্ধ থাকবে। অর্থাৎ একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছে আধুনিকতার ছোঁয়া।

ওয়েবসাইট চালু করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সমষ্টি উন্নয়ন অধিকারিক সানু বক্সি বললেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিকতার ছোঁয়া পাচ্ছে এটা ভেবে আমি রোমাঞ্চিত হচ্ছি। আমি গর্বিত বিদ্যালয়টি আমার এলাকায় অবস্থিত।

অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর বললেন, চেষ্টা করছি পঠনপাঠন থেকে শুরু করে সবদিক দিয়ে বিদ্যালয়টিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments