eaibanglai
Homeএই বাংলায়জাল অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা পুলিশের হাতে ধরা পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী

জাল অ্যাডমিট কার্ড দিয়ে পরীক্ষা পুলিশের হাতে ধরা পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পুলিশের জালে ধরা পড়ল এক ভুয়ো পরীক্ষার্থী। স্কুল সূত্রে জানা গেছে, ওই পরীক্ষার্থী টেস্ট পরীক্ষায় পাশ না করায় অ্যাডমিট কার্ড জাল করে মাধ্যমিক পরীক্ষা দিতে বসেছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ওই মাধমিক পরীক্ষার্থীর নাম রোহিত মিশ্র সে অন্ডালের কাজোরা রেল গেটের বাসিন্দা। রোহিত কাজোরা হাইস্কুলের পড়ুয়া। মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় রোহিত ফেল করেছিল। কিন্তু তা সত্বেও রোহিত মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রে হাজির হয়। অন্যদিকে রোহিত কে দেখে সন্দেহ হওয়ায় বিষয়টি সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষিকা কে জানানো হয়। সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষিকা কৃষ্ণা দাস পরিদর্শককে ব্যাপারটি জানান। এরপরই পরিদর্শক রোহিতের অ্যাডমিট চেক করে তখনই ধরা পড়ে যায় বিষয়টি। রোহিতের অ্যাডমিটের রোল নম্বরের সাথে ওই স্কুলেরই আরেক জনের রোল নম্বর মিলে যায়। এরপরই ওই স্কুলের প্রধান শিক্ষিকা পুলিশ কে গোটা ব্যাপারটি জানায়। সঙ্গে সঙ্গে পুলিশ রোহিত কে গ্রেপ্তার করে। পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে কোনো সাইবার কাফে থেকে রোহিত অ্যাডমিট কার্ডটি জাল করেছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments