সংবাদদাতা, আসানসোলঃ- আসানসোল শহরের ট্র্যাফিক ব্যবস্থার উন্নতির জন্য জিটি রোডের দুদিক থেকে শহরে টোটে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা আছে পুলিশ প্রশাসনের তরফে । কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ও ট্রাফিক আইন ভেঙে শহরের জিটি রোডে টোটো চালাচ্ছিলেন টোটো চালকরা। অভিযোগ পাওয়ার পরে, সোমবার আসানসোল দক্ষিণ ট্র্যাফিক গার্ডের পক্ষ থেকে টোটোর বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালানো হয় জিটি রোডের দুদিক ঘিরে রেখে। সেই অভিযানে আসানসোল দক্ষিণ থানার ট্রাফিক গার্ড ওসি চিন্ময় মন্ডল নিজে উপস্থিত ছিলেন। গোটা বিষয়ে এডিসিপি (ট্রাফিক) প্রদীপ মন্ডলের সাথে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশ মোতাবেক অভিযানে নামে ট্রাফিক পুলিশ। প্রায় ৫০ টি টোটো বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, যেসব টোটো আরটিও নিয়ম মেনে তাদের জরিমানা করা হবে। যাদের কোন কিছু নথি থাকবে না , সেইসব টোটোকে রাস্তায় আর চলতে দেওয়া হবে না। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, শহরের যানজটের সমস্যা কাটিয়ে উঠতে জিটি রোডের দুদিকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু তার পরেও কিছু টোটো চালক নিয়ম লঙ্ঘন করে শহরের জিটি রোডে যাতায়াত করছিলেন। তাই এই পদক্ষেপ।