মনোজ সিংহ, দুর্গাপুরঃ- আজ ১ লা জানুয়ারি, ইংরেজি নববর্ষের সূচনা। শুরু হলো ২০২৪ এর পথ চলা। ২০২৩ এর ৩৬৫ দিন ও রাত নিরন্তর শিল্পাঞ্চলে পাহারাই থেকে সুরক্ষিত করেছে শিল্পাঞ্চলের জনজীবন যারা,তারা আর কেউ নয় আসানসোল দুর্গাপুর পুলিশের কর্মীবৃন্দরা।
২০২৩ সালের শুরুর দিকে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে নানান অসামাজিক কার্যকলাপের খবর শিরোনামে এসেছে। খুন, ডাকাতি, ছিনতাই , ধর্ষণ, কিছুই বাদ ছিল না শিল্পাঞ্চলের খাতায় নতিভুক্ত হতে। যখন গোটা শিল্পাঞ্চল দুষ্কৃতিদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বদল করা হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের নতুন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আই.পি.এস দায়িত্বভার গ্রহণ করার সাথে সাথেই কড়া হাতে আইন ব্যবস্থা পুনরুদ্ধারে নেমে পড়েন। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে যে সকল দাগি আসামিরা এতদিন নির্ভয়ে রাস্তাঘাটে চলাফেরা করছিল তাদের গতিবিধির ওপর শক্ত হাতে নিয়ন্ত্রণ শুরু করেন। ফলাফল ও পাওয়া যায় হাতেনাতে। তরতর করে নামতে শুরু করে অপরাধের গ্রাফ শিল্পাঞ্চলে।
২০২৩ সালের দুর্গোৎসব, দীপাবলি, ছট উৎসব, ঈদ উৎসব, রামনবমী উৎসব, সবই ছিল যথেষ্ট শান্তিপূর্ণ ও অপরাধ মুক্ত । আসানসোল দুর্গাপুরে সম্প্রতি দুটি দুর্গোৎসব কার্নিভাল সহ দুটি দুর্গাপুর ও আসানসোল উৎসব নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পুলিশ কর্মীরা নিরন্তর প্রয়াস চালিয়ে গেছেন। কদিন আগেই শিল্পাঞ্চলে বড়দিনের আনন্দে মাতোহারা মানুষজনকে শিল্পাঞ্চলের বিভিন্ন চার্চ ও শপিং মল তথা বাজারগুলিতে পূর্ণ সহযোগিতা ও সুরক্ষা প্রদান করে ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশের কর্মীবৃন্দরা প্রশংসার পাত্র হয়েছেন । ২০২৪ সালের ১লা জানুয়ারিতেও যাতে শিল্পাঞ্চল সুরক্ষিত ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ আনন্দ উপভোগ করতে পারেন সেই জন্য গত দু রাত, দুদিন লাগাতার দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও পুলিশ কর্মীরা, শিল্পাঞ্চলের আনাচে কানাচে ঘুরে বেড়িয়েছেন। শিল্পাঞ্চলের বাসিন্দারা আসানসোল দুর্গাপুর পুলিশ কর্মীদের এহেন বন্দোবস্ত দেখে সাধুবাদ জানিয়েছেন। সাথে সাথে শিল্পাঞ্চলের বাসিন্দারা এই প্রথম এত উন্নত প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক নিয়ন্ত্রণের যে সাফল্য দেখিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।
চ্যানেল ‘এই বাংলায়’ ও তার সমগ্র পরিবারের পক্ষ থেকে আনন্দের দিনে যারা নিজের পরিবার পরিজনদেরকে বাড়িতে ছেড়ে অন্য মানুষের আনন্দে যাতে ব্যাঘাত না ঘটে সেই কথা মাথায় রেখে নিরন্তর দিনরাত প্রয়াস করে চলেছেন সেই সব পুলিশ কর্মীদের জানাই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনেও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এমন ভাবে মানুষের পাশে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং তাদের সুরক্ষা সুনিশ্চিত করবে সেই আশায় করি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সকল পুলিশ কর্মী ও সিভিক ভাই বোনদেরকে নতুন ইংরেজি নববর্ষের শুভকামনা ও সেলাম জানাই ‘এই বাংলায়’ ওয়েব পোর্টাল।