সংবাদদাতা, পানাগড়ঃ- করোনা ভাইরাস নিয়ে অযথা গুজব ছড়ালে ও এলাকায় কোনো মানুষকে এই বিষয় নিয়ে হয়রানি করলে ব্যাবস্থা নেবে পুলিশ জানিয়েছেন কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য। করোনা নিয়ে এলাকায় অযথা গুজব ছড়ানোর ফলে আতঙ্ক ক্রমেই বেড়ে চলেছে। এর ফলে সমস্যা আরও বেড়ে চলেছে ।পানাগড়ে নতুন কেউ এলাকায় এলে অথবা ভারতেরই বাসিন্দা ভিনরাজ্যে বেড়াতে গিয়ে করোনার জেরে বাড়ি ফিরলেও তাকে নিয়ে সন্দেহ শুরু করে দিচ্ছেন এলাকার বাসিন্দারা।এছাড়াও বিদেশ থেকে ভারতে ঢুকে সমস্ত রকমের ডাক্তারি পরীক্ষা দিয়েও নিজের বাড়িতে ফিরলেও তাকে নিয়ে সন্দেহ শুরু করে দিচ্ছে এলাকার মানুষ।এই নিয়ে সমস্যায় পড়তে হোচ্ছে প্রশাসনকেও। পানাগড়ের রেল পাড়ে এমনই এক চিকিৎসকের পরিবার বিদেশ থেকে বাড়ি ফিরে তারা বেশি বাড়ির বাইরে না বেরোনোয় সেই পরিবার কে নিয়ে সমালোচনা করার পাশাপাশি এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। যদিও কাঁকসার বিডিও জানিয়েছেন ওই পরিবারের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে এয়ারপোর্টেই।পাশাপাশি তাকে নজরে রেখেছে কাঁকসা প্রশাসন । এদিন বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য জানিয়েছেন কিছু মানুষ অযথা এই সমস্ত বিষয় নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে । এলাকায় জোরদার প্রচার চালানো হবে যাতে এই ধরণের গুজব না ছড়ায়।